ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আলেপ্পোয় বিমান হামলায় শিশুসহ নিহত ৩২, হাসপাতাল ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৬:২৬, ১৮ নভেম্বর ২০১৬

আলেপ্পোয় বিমান হামলায় শিশুসহ নিহত ৩২, হাসপাতাল ক্ষতিগ্রস্ত

সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাংশে সরকারী বাহিনীর বিমান হামলায় একটি শিশু হাসপাতাল, ব্লাড ব্যাংক ও বেশ কয়েকটি এ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গল ও বুধবারের হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন। শিশু হাসপাতালে হামলা চলাকালে হাসপাতালটির পরিচালক বেজমেন্টে আশ্রয় নিতে বাধ্য হন। রাশিয়ার ঘোষণা অনুযায়ী বিমান হামলা তিন সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে। সরকারী বিমান হামলা শুরু করার বিষয়টি মানবাধিকারকর্মীরা নিশ্চিত করেছেন। এরই মধ্যে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বড় ধরনের স্থল হামলা শুরু করার লক্ষ্যে কয়েকটি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সেনা সমাবেশ করা হয়েছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বুধবার আলেপ্পোর পূর্বাংশের শার, সুক্কারি, সাখৌর ও কারাম আল বেইক এলাকায় যুদ্ধবিমান থেকে মিসাইল, হেলিকপ্টার থেকে ব্যারেলবোমা ফেলা হয়েছে ও কিছু এলাকায় কামানের গোলাও নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় পাঁচ শিশু ও এক উদ্ধারকর্মীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। দ্য ইনডিপেন্ডেন্ট ডক্টরস এ্যাসোসিয়েশন জানিয়েছে, বিমান হামলায় বেয়ান শিশু হাসপাতালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটির পরিচালক ডাঃ হাতেমের বরাতে এ্যাসোসিয়েশন জানিয়েছে, হাতেমসহ অনেকে বেজমেন্টে আটকা পড়েছেন। বিমানগুলো উপরে থাকায় তারা বের হতে পারছেন না। সিরিয়ার সিভিল ডিফেন্স বিভাগের এক উদ্ধারকর্মীও হামলায় নিহত হয়েছেন। এসব কর্মীর হোয়াইট হেলমেটস হিসেবে পরিচিতি রয়েছে। এদিকে কারাম আল বেইক শহরে এক স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। পূর্ব আলেপ্পোর পাশাপাশি পশ্চিম আলেপ্পোর অদূরে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামীণ এলাকাগুলোতেও বিমান হামলা চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বুধবার বাতবো গ্রামে ১৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
×