ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কমান্ডার ওমর শিশানি নিহত ॥ নিশ্চিত করল আইএস

প্রকাশিত: ০৪:১৯, ১৫ জুলাই ২০১৬

কমান্ডার ওমর শিশানি নিহত ॥ নিশ্চিত করল আইএস

আন্তর্জাতিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ কমান্ডার ওমর শিশানির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইএস। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, গত মার্চ মাসে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে মৃত্যু হয় শিশানির। তবে আইএসের নিউজ এজেন্সি আমাক জানায়, ইরাকের মসুল অঞ্চলের দক্ষিণের শিরকত শহরে এক যুদ্ধে মৃত্যু হয়েছে শিশানির। খবর বিবিসির। শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি। কিন্তু তিনি ওমর দ্য চেচেন নামে পরিচিত ছিলেন। আইএসের কথিত নেতা আবু বকর আল বাগদাদীর ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবেও ওমর শিশানি পরিচিত। তার বিষয়ে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাকে আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল পেন্টাগন। গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার শাদ্দাদী শহরের কাছে বিমান হামলা চালায়। নতুন ডাইনোসরের সন্ধান আর্জেন্টিনার পাতাজোনিয়া এলাকায় বুধবার টি-রেক্সের মতো খাটো ও মোটা আঙ্গুলের হিংস্র মাংসভোজী এক ভিন্ন প্রজাতির ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গুয়ালিচো প্রজাতির দুই পা বিশিষ্ট পাখির মতো দেখতে এসব ডাইনোসর। এটি পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত লম্বায় ছয় মিটার।-এএফপি চতুর্থবার বিশ্বসেরা চতুর্থবারের মতো বিশ্বসেরা যাত্রীবাহী বিমান পরিবহন সংস্থার খেতাব পেয়েছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন। যুক্তরাজ্যের ফার্নবরো এয়ারশোতে মঙ্গলবার যাত্রীদের ভোটে এমিরেটস এই খেতাবের জন্য নির্বাচিত হয়। যাত্রীবাহী বিমান পরিবহন বিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স ১৫ বছর ধরে এই পুরস্কারের আয়োজন করে আসছে। ২০১৬ সালের বিশ্ব সেরা খেতাব ছাড়াও মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন এবং টানা ১২ বারের মতো ‘ইনফ্লাইট বিনোদনে’ বিশ্ব সেরার পুরস্কারও পেয়েছে এমিরেটস।-সিএনএন
×