ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওবামার হ্যানয় সফর ;###;চীনের উচ্চাভিলাষ দুই পূর্ব শত্রুকে মিত্র বানিয়েছে

ভিয়েতনামে পরিত্যক্ত সামরিক ঘাঁটি ফিরে পেতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৩৪, ২৪ মে ২০১৬

ভিয়েতনামে পরিত্যক্ত সামরিক ঘাঁটি ফিরে পেতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার ভিয়েতনাম এসে পৌঁছেছেন। ১৬ বছর আগে বিল ক্লিনটন ভিয়েতনাম যুদ্ধপরবর্তী প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশটি সফর করেন। ক্লিনটনের সেই তুলনার ওবামার বর্তমান সফরকে কম নাটকীয় বলে মনে হলেও এটি কম উচ্চাভিলাষী সফর নয়। এই সফরে ওবামা রাজধানী হ্যানয়ের পাশাপাশি যুদ্ধের স্মৃতিবিজড়িত শহর হো চি মিন সিটিতেও যাবেন। সপ্তাহব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে ওবামা ভিয়েনাম এসেছেন। ভিয়েতনামে তিন দিনের সফর শেষে দুইদিনের জন্য তিনি যাবেন জাপান। সেখানে জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি অংশ নিবেন। তার জাপান সফরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হবে পরমাণু স্মৃতিবিজড়িত হিরোশিমা পরিদর্শন। সোমবার ভিয়েতনামে অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হ্যানয়ে পৌঁছে ভিয়েতনামের নয়া প্রেসিডেন্ট তরান দাই কুয়াংকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনকালে ওবামা এ ঘোষণা দেন। দীর্ঘদিনের বৈরি রাষ্ট্রটির প্রতি যুক্তরাষ্ট্র দশকের পর দশক জুড়ে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন শিয়ুয়ান ফুক এবং কমিউনিস্ট পার্টির মহাসচিব নগুয়েন ফু তরোং এর সঙ্গেও ওবামার সাক্ষাতের কথা রয়েছে। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×