ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ং রাজি না হওয়ায় ওয়াশিংটনের পদক্ষেপ

উত্তর কোরিয়ার শান্তি আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৪:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

উত্তর কোরিয়ার শান্তি আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু বোমা পরীক্ষার কয়েকদিন আগে কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে অবসানে আলোচনায় সম্মত হয়েছিল ওবামা প্রশাসন। এমনকি তাদের দীর্ঘদিনের একটি শর্তও বাতিল করে দেয় যে, পিয়ংইয়ংয়ের প্রথম পদক্ষেপ হিসেবে তার পরমাণু অস্ত্র কমাতে হবে। মার্কিন পররাষ্ট্র দফতর রবিবার এ খবর জানায়। তবে পরমাণু অস্ত্র কর্মসূচী হ্রাসের বিষয়টি বিবেচনা করতে অস্বীকার করায় পিয়ংইয়ংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। খবর এএফপি ও ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্র এর পরিবর্তে কেবল উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচী নিয়ে আলোচনার আহ্বান জানায়। উত্তর কোরিয়া এই পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ৬ জানুয়ারি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার মাধ্যমে কূটনৈতিক পদক্ষেপের অবসান হয়। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেন, উত্তর কোরিয়ায় সাম্প্রতিক পারমাণবিক বোমা পরীক্ষার আগে হোয়াইট হাউস শান্তি আলোচনা করতে গোপনে রাজি হয়েছিল। কিন্তু বিষয়টির সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জার্নালের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার পূর্বশর্ত ছিল উত্তর কোরিয়াকে আগে অবশ্যই পরমাণু অস্ত্র কর্মসূচী থেকে সরে আসতে হবে। কিন্তু হোয়াইট হাউস তার দীর্ঘদিনের এ অবস্থান থেকে সরে এসে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীকে কেবল আলোচনার অংশ হিসেবে রেখেছে। আম্মান ও জর্দানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সফররত কারবি এক বিবৃতিতে জানান, এটি পরিষ্কার করতে চাই যে, উত্তর কোরিয়া একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল। আমরা সতর্কতার সঙ্গে তাদের প্রস্তাব বিবেচনা করেছি এবং স্পষ্ট করেছি যে, কোন ধরনের আলোচনায় অবশ্যই অংশ হতে হবে পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচি। উত্তর কোরিয়া আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে আমাদের দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গির সঙ্গে উত্তর কোরিয়ার প্রস্তাবে আমাদের প্রতিক্রিয়া সঙ্গতিপূর্ণ। বিচ্ছিন্ন এই দেশটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের অন্য পক্ষগুলোর সঙ্গে শান্তি চুক্তি চাইছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও অবসান চাইছে।
×