ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিন লাদেন অভিযানকে সমর্থন করেছি: বাইডেন

প্রকাশিত: ১৮:৫০, ২১ অক্টোবর ২০১৫

বিন লাদেন অভিযানকে সমর্থন করেছি: বাইডেন

অনলাইন ডেস্ক ॥ ওসামা বিন লাদেন হত্যার অভিযানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন জানিয়েছিলেন বলে দাবি করেছেন। ধারণা করা হয়, ওই অভিযানের বিরুদ্ধে ছিলেন বাইডেন। তিনি নিজেও এমনটাই বলে আসছিলেন। কিন্তু মঙ্গলবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বিপরীত কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন চাওয়ার বিষয়টি বিবেচনা করছেন বাইডেন। এ পর্যায়ে লাদেন অভিযানের ভূমিকা নিয়ে সম্ভাব্য সমালোচনা এড়াতেই তিনি নতুন দাবি করছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বাইডেন জানিয়েছিলেন, বিন লাদেন পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের ওই বাড়িতে রয়েছেন কিনা তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযানের অনুমতি না দিতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরামর্শ দিয়েছিলেন তিনি। ওবামাও জানিয়েছিলেন, বাইডেন অভিযান চালানোর পক্ষে ছিলেন না। কিন্তু ওবামা অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন। মঙ্গলবার বাইডেন দাবি করেছেন, ব্যক্তিগতভাবে তিনি প্রেসিডেন্টকে এগিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছিলেন।
×