ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় দুই দফা গাড়ি বোমায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৬:১৭, ৬ সেপ্টেম্বর ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

সিরিয়ার সোয়িদা নগরীর উপকণ্ঠে শুক্রবারের দুই দফা গাড়ি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বিশিষ্ট একজন ধর্মীয় নেতা রয়েছেন। এক পর্যবেক্ষক এ কথা জানান। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বলেন, সোয়িদা উপকণ্ঠে ওই দুই গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ দুই হামলায় অপর ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে বিশিষ্ট ধর্মীয় নেতা শেখ ওয়াহিদ আল-বালউস রয়েছেন। -এএফপি সিরিয়ায় আইএস বিদ্রোহী সংঘর্ষে ৪৭ জন নিহত সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। খবর এএফপির। শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শুক্রবার আলেপ্পো প্রদেশে সংঘর্ষে ২০ ইসলামপন্থী ও অন্য বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে এ সংঘর্ষে ২৭ জন জিহাদিও প্রাণ হারায়। বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি মারিয়া শহরে তাদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিরা কয়েক মাস ধরে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিল। পর্যবেক্ষণ সংস্থা আরও জানায়, ওই শহরে এখনও যুদ্ধ চলছে। শহরটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। আলেপ্পোর উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত যতগুলো শহর রয়েছে মারিয়া সেগুলোর অন্যতম। তাজিকিস্তানে সন্ত্রাসী হামলায় আট পুলিশ নিহত তাজিকিস্তানের রাজধানী দুশানবে ও এর পার্শ্ববর্তী শহর ভাহদাতে বন্দুক হামলায় ৮ পুলিশ ও ২ হামলাকারী নিহত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনেও হামলা চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। কর্মকর্তারা এ ঘটনার জন্য বরখাস্তকৃত উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আদুহালিম নাজারজোদাকে দায়ী করেছেন। তারা আরও জানান, নাজারজোদা একটি ‘সন্ত্রাসী সংগঠন’কে নেতৃত্ব দিচ্ছেন। তারা আরও জানান, এ ঘটনায় দুই হামলাকারী নিহত হয়েছে। এদিকে মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, ‘এটি অন্যান্য সন্ত্রাসী কর্মকা-ের পূর্বাভাস।’-এএফপি যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমেছে যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে বেকারত্বের হার ৫.১ শতাংশে নেমেছে। ২০০৮ সালের পর দেশটিতে বেকরত্বের এ হার সর্বনি¤œ। তবে বিশ্বব্যাপী মন্দা চললেও যুক্তরাষ্ট্রে অর্থনীতির চাকা ধীরে ধীরে সামনের দিকেই এগিয়ে যাচ্ছে। আগস্টে যুক্তরাষ্ট্রে নতুন করে এক লাখ ৭৩ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা জানান, বিগত কয়েক মাসের তুলনায় আগস্টে বাড়া কর্মসংস্থানের এ পরিমাণ অনেক বেশি। -এএফপি ডিজাইনার স্বয়ং মোদি অনেকেই নিজেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাকের ডিজাইনার হিসেবে দাবি করলেও প্রধানমন্ত্রী বললেন, তার পোশাকের নক্সা অন্য কেউ করেন না। করেন তিনি নিজেই। তিনি জানান, তার কোন ডিজাইনার নেই। শুক্রবার নয়াদিল্লীতে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেয়ার সময় নিজের ফ্যাশন-দুরস্তের রহস্য ফাঁস করেন মোদি। Ñওয়েবসাইট ভল্লুকের কা-! রাশিয়ার পূর্বাঞ্চলের একটি ছোট্ট শহর ঘিরে রাখল বেশ কিছু ক্ষুধার্ত ভল্লুক। তারা এদিন রাস্তা দিয়ে এদিক-সেদিক ঘুরাঘুরি করে ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। চীন, উত্তর কোরিয়া ও জাপান সাগরের মধ্যবর্তী দেশটির প্রিমোরস্কি অঞ্চলে গত মাসে এ ঘটনা ঘটে। এ সময় ৩০টিরও অধিক ভল্লুক একসঙ্গে জড়ো হয়ে শহরটি ঘিরে রাখে। পরে অবশ্য স্থানীয় বাসিন্দাদের বন্দুকের গুলিতে অন্তত দুটি ভল্লুক মারা যায়। Ñগার্ডিয়ান
×