ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিডনিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালিত

প্রকাশিত: ১৭:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সিডনিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালিত

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। 

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়। আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনের এই অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ সরকারের এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘ নেক হায়াৎ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন। 

প্রধান অতিথি তার বক্তব্যে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘ইমডেমনিটি বিল এনে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যার দীর্ঘ সংগ্রাম আর সরকার গঠনের মাধ্যমে আইনের শাসন স্থাপিত হয় ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়।’
 
প্রধান বক্তা এমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার অর্জন অনেক, আওয়ামী লীগ নেতাদের এগুলো বলা দরকার। উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ তার প্রতিবেশীদের পেছনে ফেলে দিয়েছে। সকল পরাশক্তির সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে তা অব্যাহত করা দরকার। যুদ্ধাপরীদের বিচার শেখ হাসিনার অনেক বড় সাফল্য।’

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি ও আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা ড. রতন কুন্ড ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি ড. রফিকুল ইসলাম। 
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ সভাপতি মৌসুমী সাহা, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খান রতন, মোহাম্মদ আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু, আব্দুস শাকুর, শাহ কামাল, ট্রেজারার মাহাবুবুর রহমান লাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সিডনি আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন লাল্টু প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড সিরাজুল হক বলেন, ‘গ্রীন সিনেটর রাইস বাংলাদেশের মানবধিকার নিয়ে বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের দ্বারা ইনফরমেড হয়েছেন। তিনি মিস ইনফরমেড হয়েছেন। উদার গণতান্ত্রিক রাষ্ট্র অস্ট্রেলিয়ার ভিসা নীতি ইউনিফর্ম, সার্বজনীন এবং ব্যাক্তির কোয়ালিটির উপর প্রয়োগ করা হয়। অস্ট্রেলিয়ার প্রধান দলগুলো বিশেষ করে লেবর পার্টি সরকার রোহিঙ্গাদের জন্য ১৪৪ মিলিয়ন ডলার দিয়েছেন। লেবর সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক দিনে দিনে গভীরতায় যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করাই বিনপি-জামাতের অপ-রাজনীতি।’

এম হাসান

×