ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্বৈত গানে মনোযোগী অংকন ইয়াসমিন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ৩০ মে ২০২৩

দ্বৈত গানে মনোযোগী অংকন ইয়াসমিন

অংকন ইয়াসমিন

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অংকন ইয়াসমিন এই সময়ে এসে দ্বৈত গানের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠছেন। কারণ তার একক গানগুলোর চেয়ে দ্বৈত গানগুলোই শ্রোতাদের কাছে বেশি জনপ্রিয়তা পায়। যেমন গেল ঈদে কাজী শুভ ও তার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘কেরামত আলীর মা’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাধক হালিম। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। মাত্র কিছুদিনের মধ্যেই অংকন ও কাজী শুভর এই দ্বৈত গানটি ১৫ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। কিছুদিনের মধ্যে অংকন ইয়াসমিন ও ইমন খানের কণ্ঠে ‘ভাবীর হাতের পান’ গানটি প্রকাশ পাবে।
গানটি লিখেছেন জসীম উদ্দিন আকাশ, মিউজিক করেছেন এ এইচ তুর্য। এছাড়াও আরটিভির ফোক স্টেশন-সিজন ৫’এ নতুন কিছু গানও আসছে। যার মিউজিক করেছেন অভিজিৎ জিতু। কিছুদিন আগে রাধা রমন দত্তের ‘ভ্রমর কইও গিয়া’ গানটিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এছাড়াও অংকনের নিজস্ব ইউটিউব চ্যানেলে ফোক ম্যাশাপ রিলিজ হয়েছে। অংকন জানান বেশকিছু মৌলিক গানেরও কাজ চলছে। ‘বাউলা বাতাস’ শিরোনামের প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটি শীঘ্রই প্রকাশ পাবে। অংকন ইয়াসমিন বলেন, এখন চেষ্টা করেছি খুব বেশি পরিচিত গান না রাখার, কম শোনা গান সব সময় প্রাধান্য রাখি প্রজেক্ট কাজের ক্ষেত্রে।

×