ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝড়ের কবলে ইত্যাদি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৯, ২৬ মে ২০২৫

ঝড়ের কবলে ইত্যাদি

ইত্যাদি

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্বের দৃশ্য ধারণ করা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সমৃদ্ধ জেলা ঝিনাইদহে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরের দিগন্তবিস্তৃত ফসলের মাঠের মাঝখানে, বটবৃক্ষ চত্বরে। বিকেল থেকেই কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। সারাদিন রৌদ্রোজ্জ্বল থাকলেও অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে থেকেই ঠা-া বাতাস বইতে শুরু করে। এর পর শুরু হয় কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো ভারি বৃষ্টি। চলে টানা চার-পাঁচ ঘণ্টা। প্রতিকূল আবহাওয়ার কারণে সময়মতো পর্ব ধারণ শুরু করা যায়নি। এমনকি, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদির সেট, লাইট, ক্যামেরা ও অন্যান্য শূটিং সরঞ্জাম। ঝড় থামার পর রাত বারোটারদিকে শুরু হয় ইত্যাদির পর্ব ধারণ। চলে একটানা ভোর পর্যন্ত।
এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের কিংবদন্তি লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি  লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী  সেলিম চৌধুরী ও তসিবা। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান শিল্পী মনির খান।
এছাড়াও রয়েছে ঝিনাইদহকে নিয়ে ঝিনাইদহের  শৈলকুপার সন্তান মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির  কোরিওগ্রাফি করেছে মোহাম্মদ শাহিন ইসলাম, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান ঝিনাইদহকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকরা ঝিনাইদহের ব্র্যান্ডিং পণ্য কলা ও  পান নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

×