
নোবেল
নোবেলের জীবন আর বিতর্ক যেনো একে অন্যের পরিপূরক। বিতর্ক ছাড়া নোবেল কোন কাজ করেছেন এটা যেনো অসম্ভব। সম্প্রতি বিয়ে নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন এই গায়ক।
নোবেল বর্তমানে আছেন রিহ্যাব তথা পুনর্বাসন কেন্দ্রে, তবে এর মাঝেই প্রকাশ্যে এলো নোবেলের ‘অপরাধ’ শিরোনামের একটি গান।
তরুণ মুন্সীর কথায় এ গানের মিউজিক করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহ। গানচিত্রটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়।
এ বিষয়ে তরুণ মুন্সী বলেন, ‘ব্যক্তিগত জীবনের বিতর্ক আলাদা বিষয়। কিন্তু গায়ক হিসেবে নোবেল কিন্তু মেধাবী, সম্ভাবনাময়। এই গানটিও সে চমৎকার গেয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
‘অপরাধ’ শিরোনামে গানটি শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রিও মেলোডির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এবি