
বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়ক জিৎ
বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়ক জিৎ অভিনীত ‘মানুষ’ সিনেমার কাজ শেষ পর্যায়ে। টালিউড সুপারস্টার জিতের সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন ঢাকার এ নায়িকা। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। ইতোমধ্যে ছবিটির সিংহভাগ শূটিং শেষ। বাকি আছে এক লট। যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হওয়ার কথা। রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানালেন মিম। নায়িকা বলেন, জিৎ ও সঞ্জয় সমদ্দার দুজনের সঙ্গে আমি আগেও কাজ করেছি। তাই অভিজ্ঞতায় খুব একটা হেরফের হচ্ছে না।
তাছাড়া যেহেতু সঞ্জয় বাংলাদেশের নির্মাতা, তাই মনে হচ্ছে দেশের কোনো সিনেমাতেই কাজ করছি। টলিউডে তো এখন অনেক নির্মাতা। তাদের মধ্যে বাংলাদেশের একজন জায়গা করে নিলেন, অবশ্যই এটা বড় বিষয়। জিতের সঙ্গে এর আগে ‘সুলতান : দ্য সেভিয়র’ সিনেমায় কাজ করেছিলেন মিম। ফের জুটি হলেন। অভিনেতা এবং ব্যক্তি দুই রূপেই তাকে কাছ থেকে দেখেছেন মিম। তাকে নিয়ে মিমের পর্যবেক্ষণ এ রকম, জিৎ মানুষ হিসেবে অনেক ভালো। খুব মজার একজন মানুষ। আর অভিনয়শিল্পী হিসেবে খুব সিরিয়াস। নিজের চরিত্র, লুক, অভিনয় এসব নিয়ে সারাক্ষণ সিরিয়াস থাকেন।