ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

৪০তম বিসিএস

নন-ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ আজ কালের মধ্যে!

প্রকাশিত: ১৫:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৩

নন-ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ আজ কালের মধ্যে!

ফাইল ছবি।

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ দেয়ার সম্ভাবনা বুধবার (২০ সেপ্টেম্বর)। তবে বুধবার  ফলাফল দিতে না পারলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেয়ার চিন্তাও করা হচ্ছে বলে জানা গেছে। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক নির্ভরযোগ্য সূত্র 

সূত্র জানায়, ফলাফল আজ দেয়ার জোর চেষ্টা করা হচ্ছে। শেষ সময়ে যেসব কাজ থাকে, সেগুলো শেষ করার চেষ্টা করা হচ্ছে। কাজগুলো শেষ হলে আজই ফল দেয়া হবে। তবে কোনো কারণে আজ ফলাফল প্রকাশ করা না গেলে কাল ফলাফল প্রকাশের দিনও ভেবে রেখেছে পিএসসি।

এমএম

×