ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কাপ্তাই লেকে ও কাচালং নদীতে ডুবে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:০৮, ২৩ জুন ২০২২

কাপ্তাই লেকে ও কাচালং নদীতে ডুবে ৪ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির ২টি পৃথক স্থান কাপ্তাই হ্রদ ও কাচালং নদীর পানিতে ডুবে ২শিশু ও ২ যুবক সহ ৪ জনের মৃত্যু হয়েছে।জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ও রূপকারি ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে সুকর চাকমা(৩২) ও চিরজ্যোতি চাকমা(৪২) নামে ২ যুবক কাচালং নদীর পানিতে ভেসে যায়। বুধবার এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন অনেক স্থানে খুঁজাখুঁজির পরও তাদের উদ্ধার করতে পারেনি। ঘটনার একদিন পর আজ বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকার সময় রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থা থেকে এলাকাবাসী উদ্ধার করেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার মরদেহ উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন। এদিকে শহরের তবলছড়ির বিজিবি রোড মসজিদ এলাকায় কাপ্তাই লেকের পাড়ে একটি সিড়িঁতে খেলতে গিয়ে ২শিশু কাপ্তাই লেকে পানিতে পড়ে ডুবে গিয়ে করুণ মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার সময় এই ঘটনা জানাজানি হওয়ার পর বিজিবি সদস্য ও স্থানীয়রা ঘটনার স্থল থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেছেন । এদের নাম হলো আহনাফ সাদিব ইনান (১২) ও মোহিদুর রহমান মোহিত (১১) তারা ২ জনই বন্ধু তাদের ২ জনের বাসা ওই এলাকায়। রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যাত্যা স্বীকার করেছেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×