ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উত্তম কুমার চৌধুরী

শতবর্ষে বঙ্গবন্ধু

প্রকাশিত: ২১:৩৩, ২০ মে ২০২২

শতবর্ষে বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট কর্তৃক সপ্তডিঙা প্রকাশনা থেকে অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ ‘শতবর্ষে বঙ্গবন্ধ’ শিরোনামে একটি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্তী গ্রন্থটি সম্পাদনা করেছেন। ১৭১ জন বাঙালী লেখকের কবিতা, ছড়া, গান গ্রন্থটিতে স্থান পেয়েছে। ১৪৪ পৃষ্ঠা গ্রন্থটির প্রচ্ছদ করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী ধ্রুব এষ। দৃষ্টিনন্দিত চমৎকার- এ সম্পাদিত গ্রন্থটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ (তিনশত টাকা)। গ্রন্থটির সূচীপত্র বাংলা অক্ষরের ক্রমের ভিত্তিতে করা হয়েছে। সম্পাদক গ্রন্থটি উৎসর্গ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহীদদের। কবি পৃথ্বীশ চক্রবর্তীর সম্পাদনায় ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ গ্রন্থটি একটি ঐতিহাসিক গ্রন্থ তাতে কোন সন্দেহ নেই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিলেট বিভাগ তথা গোটা বাংলাদেশের প্রখ্যাত লেখকদের কবিতা, ছড়া ও গানে সমৃদ্ধ -এ গ্রন্থটি সাহিত্যের জগতে মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। গ্রন্থটিতে কয়েকজন ভারতীয় লেখকের লেখাও স্থান পেয়েছে। এ গ্রন্থটি নবীন লেখক লেখিকা পাঠক পাঠিকাদের আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে। সম্পাদিত আলোচ্য এ গ্রন্থটি পাঠের মাধ্যমে আমরা জাতির জনকের প্রতি আরও শ্রদ্ধাশীল হবো এবং আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে বুঝতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সম্পাদক তাঁর দুই পৃষ্ঠার ভূমিকার এক অংশে বঙ্গবন্ধু সম্পর্কে লিখেছেন- ‘বঙ্গবন্ধু বাঙালীর ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যাকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেমন তাঁর কথা শেষ করা যাবে না, তেমনি তাঁকে নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখেও কোন লেখকের লেখার তৃষ্ণা মিটবে না। তাঁকে নিয়ে শত শত গ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ, ছড়াগ্রন্থ, গানেরগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাসগ্রন্থসহ আরও কত কি! তাঁকে নিয়ে নামী-দামী নির্মাতারা ছবি নির্মাণ করছেন, নাট্যকাররা নাটক নির্মাণ করছেন। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে শত শত গ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট থেকেও বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের ক্ষুদ্র আয়োজন।’ সম্পাদক ১৭১ জন লেখকের লেখা নিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে ১০০টি এবং আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা আমরা ১৯৭১ খ্রিস্টাব্দে লাভ করেছিলাম যার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা সুবর্ণজয়ন্তী উদযাপন করলাম, সে কারণে ১৯৭১ সালটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে আরও ৭১টি লেখা সংযুক্ত করে মোট ১৭১টি কবিতা, ছড়া ও গান গ্রন্থটিতে ছেপেছেন। আলোচ্য এ গ্রন্থটিতে অন্নদা শঙ্কর রায়ের ‘বঙ্গবন্ধু’, শামসুর রাহমানের ‘তবুও তিনি রাজা,’ সুফিয়া কামালের ‘ডাকিছে তোমারে’, গৌরীপ্রসন্ন মজুমদারের ‘শোন একটি মুজিবরের থেকে’, মোঃ শাহ বাঙালির ‘মুজিব বাইয়া যাওরে’, মহাদেব সাহার ‘আগস্ট বিষাদ কাব্য’, আসাদ চৌধুরীর ‘তিনি নেই, তিনি অনেক বেশি আছেন’, নির্মলেন্দু গুণের ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ছায়ায় দাঁড়িয়ে’, মুহম্মদ নুরুল হুদার ‘সার্বভৌম হে তর্জনী’, অসীম সাহার ‘জয় মুজিবের জয়’ ইত্যাদি বিখ্যাত লেখা গ্রন্থটিকে আরও সমৃদ্ধ করেছে। গ্রন্থটি সুসম্পাদিত এর আরেকটি বিশেষ দিক রয়েছে বলে আমি মনে করি। কবিতা, ছড়া, গান গ্রন্থটিকে বৈচিত্র্যময় করে তুলেছে। গ্রন্থটি বঙ্গবন্ধুপ্রেমীদের আকৃষ্ট করবে নিঃসন্দেহে বলা যায়। প্রিয় পাঠক গ্রন্থটি পাঠ করে পাঠকপ্রিয় করে তুলবেন প্রত্যাশা করি। বিখ্যাত, প্রবীণ, নবীন সব শ্রেণীর লেখকের লেখায় সমৃদ্ধশালী গ্রন্থটি সম্মানিত লেখক, পাঠক সবার ঘরেই সংগ্রহের জোরালো দাবি রাখে। ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ গ্রন্থটির সম্পাদক এবং লেখকবৃন্দের জন্য শুভ কামনা রইলো।
×