ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘মাইক’

প্রকাশিত: ২৩:৪২, ২৬ এপ্রিল ২০২৪

নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘মাইক’

.

সংস্কৃতি ডেস্ক নিউইয়র্কে পর্দা নামল সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে দুই দিনব্যাপী উৎসবের শেষ দিন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।

এতে বাংলাদেশ, ভারত এই দুই দেশের অভিবাসী ক্যাটাগরিতে ২৫টি পুরস্কার দেওয়া হয়। শিশুতোষ চলচ্চিত্র ক্যাটাগরিতে এফএম শাহীন হাসান জাফরুল পরিচালিত বাংলাদেশের সিনেমামাইকপুরস্কৃত হয়। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায়হাওয়া’ (বাংলাদেশ), ‘দোআঁশ’ (ভারত) রেডিও’ (অভিবাসী)

সুচিত্রা সেন অনারারি অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় বাংলাদেশের নায়ক ফেরদৌস আহমেদ, ভারতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তা চিত্র পরিচালক রেশমী মিত্রের হাতে।

ছাড়াও শ্রেষ্ঠ পরিচালক মেজবাউর রহমান সুমন (হাওয়া) সায়ান বন্দ্যোপাধ্যায় (ভারত) এবং শ্রেষ্ঠ ডেব্যু পরিচালক হন যথাক্রমে হৃদি হক (বাংলাদেশ) অভিজিৎ শ্রীদাস (ভারত)

শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (পুরুষ বাংলাদেশ) চঞ্চল চৌধুরী, যৌথভাবে প্রসেনজিৎ কৌশিক গাঙ্গুলী (ভারত) রাজুব ভৌমিক (অভিবাসী) শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (নারী বাংলাদেশ) নির্বাচিত হন নাজিফা তুশি (বাংলাদেশ), পায়েল সরকার (ভারত) সিন্ডি রোলিং (অভিবাসী) শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার কামরুল হাসান খসরু (বাংলাদেশ) শুভজিৎ রায় (ভারত)

×