ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জলি রহমান

সঠিক সাজে অপরূপা

প্রকাশিত: ২১:১৩, ১৬ মে ২০২২

সঠিক সাজে অপরূপা

গ্রীষ্মকালীন আবহাওয়া খুবই রসিক। কখনও এক চিলতে রোদের ঝলকানিতে চমকে যাই এই বুঝি ঘামে ভিজে যাবে দেহখানা। আবার হঠাৎ করেই এক পসলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায় তনুমন। রোদ-বৃষ্টির এই লুকোচুরি খেলা বেশ ভালই লাগে। তবে বিপত্তিটা দেখা দেয় সাজ-পোশাকে। আবহাওয়া যেমনই হোক বাইরে যাওয়া বা অফিসে যাওয়া এগুলো তো আর থামিয়ে রাখা যায় না। সব কিছু চলে একই নিয়মে শুধু পরিবর্তন দেখা দেয় সাজ ও পোশাকে। কিশোরী ও তরুণীরা সবসময়ই ফ্যাশন সচেতন। ঋতু অনুযায়ী নিজেদের গুছিয়ে রাখে। আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই চোখ আটকে যায় চল্লিশোর্ধ নারীর দিকে। এত গোছানো ও পরিপাটি। যেকারও নজর কাড়বে নিশ্চিত। শাড়ি হোক বা সালোয়ার-কামিজ সব পোশাকেই নারী হয় অনন্যা। সঙ্গে প্রয়োজন হালকা সাজ। প্রতিদিনের মেকআপ প্রতিদিন সাজতে অনেকেরই ভাল লাগে না। তবু নিজেকে পরিপাটি রাখতে একটু-আধটুতো সাজতে হয়। যেহেতু কখনও রোদ কখনও বৃষ্টি। তাই মুখে ত্বক অনুযায়ী সানস্ক্রিন দিয়ে কপালে টিপ এবং ঠোঁটে ড্রেসের সঙ্গে মিল রেখে লিপস্টিক পরলে আপনিই হবেন অনন্যা। বিশেষ করে কর্মজীবী নারীরা ব্যস্ততার কারণে নিজের যত্ন নেবারও সুযোগ পান না। তাই হালকা সাজ দিয়ে নিজেকে গুছিয়ে রাখুন। যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের ভারি মেকাপ না করাই ভাল, ত্বক বুঝে হালকা ফাউন্ডেশন লাগানো যেতে পারে কেননা হঠাৎ বৃষ্টিতে মেকাপ নষ্ট হলে দেখতে খারাপ লাগবে। রাতের পার্টি মেকাপ রাতের পার্টি মেকাপ জমকালো হওয়া প্রয়োজন তবে তা যেন পার্টির থিমের সঙ্গে মিল থাকে সেদিকে খেয়াল রাখুন। পোশাকের সঙ্গে কন্ট্রাস্ট করে চোখের মেকআপ করুন। চেহারার মধ্যে সবার আগে নজর কাড়ে চোখ। তাই চোখের সাজের ব্যাপারে সচেতন হোন। বর্তমানে স্মোকি আই খুব চলছে। তাই গাড় শেড ব্যবহার করে স্মোকি আই করে নিতে পারেন। আবার কারও পছন্দ অনুযায়ী অন্য স্টাইলও করতে পারেন। চোখে কাজল দিতে ভুলবেন না। কাজল কালো আঁখি কার না পছন্দ। অনেকে চোখের নিচের পাতায় ঘন করে কাজল দেয় আবার অনেকে খালি রাখে। তবে বড় চোখের নিচে কাজল দিলেই ভাল লাগে আর যাদের মিডিয়াম চোখ তারা নিচের পাতা খালি রেখে মানানসই হালকা শেড দিলে চোখগুলো বড় ও আকর্ষণীয় লাগে। এরপর চেষ্টা করুন উজ্জ্বল রঙের লিপিস্টিক দিতে। অবশ্যই ড্রেসের সঙ্গে মিল রেখে। ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন। সবশেষে মেকআপ সেটিং স্প্রে দিয়ে মুখে স্প্রে করুন যাতে মেকআপ নষ্ট না হয়। ত্বকের যত্ন দিন যতই যাচ্ছে ছোট থেকে বড় সকল বয়সী মানুষ তার ত্বক নিয়ে বেশ সচেতন। যা অনুভব করা যায় স্যালনে গেলে। আজকাল রাজধানীসহ সকল জেলা শহরেও দেখা যায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়েদের বিউটি পার্লার ও স্যালন। ঈদের আগে এসব স্যালনে রাত দুইটা-তিনটা পর্যন্ত কাজ চলতো। ভাল মানের স্যালনে অন্যান্য সময়েও ভিড় লেগেই থাকে। এ থেকেই বোঝা যায় অধিকাংশ মানুষ আজ ব্যস্ততার মধ্যেও নিজের ব্যাপারে যত্নশীল। তবে বর্তমানে কর্মব্যস্ততা সময়কে এমনভাবে গ্রাস করছে অনেকের বিউটি পার্লারে যাবার ফুরসতটুকু থাকে না। আবার যারা প্রতিদিনই অল্প-স্বল্প সেজে থাকেন। তাদের দিনান্তে মুখের ত্বক ভালভাবে পরিষ্কার করা প্রয়োজন। তা নাহলে মুখে ডার্ক স্পট পড়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিদিন মুখে সাবান বা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করুন। আগে গ্লিসারিন দিয়ে চোখের কাজলের দাগ তুলে ফেসওয়াশ দিন। এরপর ত্বক অনুযায়ী লোশন ব্যবহার করুন। এখনকার তরুণ ও যুবকরাও স্যালুনে গেলেই ফেসওয়াশ করেন। তবে ফেসওয়াশের কিছু আইটেম বাসায় রাখলে আপনি নিজেই মুখ পরিষ্কার করতে পারেন। যেসব ছেলেরা মার্কেটপ্লেসে জব করেন। তাদের ত্বক রোদে পোড়ে বেশি। এ জন্য তাদের মুখের অধিক যতেœর প্রয়োজন। যতই ব্যস্ততা থাকুক নিজের জন্য সময় দিন। গায়ের রং যেমনই হোক তা যদি ফ্রেশ থাকে তবে সবাইকেই দেখতে আকর্ষণীয় লাগে।
×