ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাডেমি কাপ ফুটবলের সেমিতে এফএ দিরাই

প্রকাশিত: ২০:২৩, ২৫ নভেম্বর ২০২১

একাডেমি কাপ ফুটবলের সেমিতে এফএ দিরাই

স্পোর্টস রিপোর্টার ॥ বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে তৃতীয়বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশসেরা আয়োজন বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সুনামগঞ্জের ফুটবল একাডেমি দিরাই ১-০ গোলে কুড়িগ্রামের ফুলবাড়ী ফুটবল ফাইটার্সকে হারায়। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আকাশ। তিনি ম্যাচসেরা খেলোয়াড়ও হন। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিরাই। দ্বিতীয় ম্যাচে পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারায় ময়মনসিংহের মোঃ আব্দুল হালিম ফুটবল একাডেমি। জয়ী দলের আতিক হাসান জোড়া গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হন। সারাদেশ হতে অংশগ্রহণকারী ১২টি ফুটবল একাডেমি দল নিয়ে ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ১০ দিনব্যাপী এ টুর্নামেন্ট। গত দুই আসরের ২৪ দলকে বাদ দিয়ে সারাদেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।
×