ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চাটমোহরে বোনা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা

প্রকাশিত: ১৪:২০, ২৭ অক্টোবর ২০২১

চাটমোহরে বোনা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা

সংবাদদাতা, চাটমোহর (পাবনা) ॥ বোনা আমন ধানের শীষ বের হওয়ার পূর্বেই বিল থেকে বর্ষার পানি দ্রুত নেমে যাওয়ায় ধান নিয়ে চরম দুঃশ্চিন্তায় পড়েছে চাটমোহর অঞ্চলের কৃষক। পাবনার চাটমোহর উপজেলার বিল অধ্যুষিত কয়েকটি ইউনিয়নের হাজারো কৃষক বোনা আমন ধানের ফলন বিপর্যয়ের আশংকা করছেন। এ ধান গাছ গুলো প্রায় ৮ থেকে ১০ ফিট লম্বা হয়ে থাকে। সাধারণত পানি বৃদ্ধির সাথে সাথে ধান গাছের উচ্চতাও সমানভাবে বেড়ে থাকে। বোনা আমন ধান আবাদে সেচের প্রয়োজন হয় না। আশি^ন মাসের মাঝামাঝি সময়ে এসে বোনা আমন ধানের শীষ বের হয়। কিন্তু এ বছর আশ্বিন মাসের শুরু থেকেই দ্রুত বিলের পানি কমতে থাকে এবং কয়েক দিনের মধ্যে ধান ক্ষেত শুকিয়ে যায়। উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, বিলচলন, ছাইকোলা ও হরিপুর ইউনিয়ন এলাকার বিলের পানি ইতিমধ্যে শেষ হয়ে শুকিয়ে যাওয়ায় এসব এলাকার ধান ক্ষেত শুকিয়ে গেছে। উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় প্রায় ১২শ হেক্টর জমিতে বোনা আমন ধানের চাষ হয়েছিল। বর্ষাকাল শুরুর দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় প্রায় ৮৫০ হেক্টর জমির বোনা আমন ধান নষ্ট হয়ে যায়। বর্ষার পানি দ্রুত নেমে যাওয়ায় আরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ, এ মাসুমবিল্লাহ জানান, উপজেলার নিচু এলাকা গুলোতে জিরাশাইল, আজলদীঘা, ধলদীঘা, কালবোরণসহ স্থানীয় জাতের বোনা আমন ধানের চাষ হয়। অনিয়ন্ত্রিত বন্যার কারণে এ অঞ্চলের কৃষকেরা অনেক সময়ই ক্ষতির শিকার হন। তবে মাঝে মধ্যে বৃষ্টি হলে ধানের ফলন বিপর্যয় কিছুটা কমবে বলেও তিনি জানান।
×