ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২০০ দিন কারাভোগের পর ছাড়া পেলেন ঝুমন দাস

প্রকাশিত: ২১:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২১

২০০ দিন কারাভোগের পর ছাড়া পেলেন ঝুমন দাস

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ধর্ম নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় টানা ২০০ দিন কারাভোগের পর ছাড়া পেলেন সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ঝুমন দাস। মঙ্গলবার সন্ধায় জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়ে মায়ের সাথে নিজ গ্রামের উদ্যেশে রওয়ানা দেন। মুক্তি পেয়ে ঝুমন দাস প্রধানমন্ত্রী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে তিনি ২৩ সেপ্টেম্বর দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চে এক বছরের জন্য শর্ত সাপেক্ষে জামিন দেয়। এই একবছর তিনি সুনামসগঞ্জ জেলার বাহিরে কোথায় যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে হ্ইাকোর্টের ওই আদেশে বলা হয়। আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টের আদেশটি সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌছালে বিচারক আব্দুর রহিমের আদালত তাকে জামিনে মুক্তি প্রদানের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমন দাসের আইনজীবী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল আবেদীন। উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপন। এর বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে মঙ্গলবার (১৬ মার্চ) রাতেই শশখাই বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
×