ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল আয়োজনে মাঠের সঙ্কটে বাফুফে

প্রকাশিত: ২৩:৫৯, ২৪ জুন ২০২১

বিপিএল ফুটবল আয়োজনে মাঠের সঙ্কটে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের বাকি অংশ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৫ জুন। কিন্তু মোহামেডানের প্রধান কোচসহ ১২ ফুটবলার করোনা আক্রান্ত এবং দেশের সাত জেলায় লকডাউনের ঘোষণায় একদিন পিছিয়ে ২৬ জুন থেকে শুরু হচ্ছে বিপিএল। এই সাত জেলার মধে আবার আছে বিপিএলের দুই ভেন্যু মুন্সীগঞ্জ ও গাজীপুর। এছাড়া অন্য ভেন্যু কুমিল্লা যেতে হলেও পাড়ি দিতে হয় নারায়ণগঞ্জ, যা এই লকডাউনের কারণে সম্ভব নয়। শুধু বাকি থাকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কিন্তু এই সময়ে এক মাঠে এত ম্যাচ আয়োজন সম্ভব না। এছাড়া সংস্কারকাজের জন্য ৫ আগস্টের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে স্টেডিয়াম ছেড়ে দিতে হবে বাফুফের। ফলে মহাসমস্যায় পড়েছে পেশাদার লীগ কমিটি। এখন এই সমস্যার সমাধান হিসেবে শেখ জামাল ধানমÐি, আবাহনী মাঠ এমনকি মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল স্কুল-কলেজের মাঠেও লীগের ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাফুফে। কিন্তু এর বিরোধিতা করেছে বাকি ক্লাবগুলো। তবে বাফুফের টেকনিক্যাল কমিটি বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং মোহাম্মদপুর ফিজিক্যাল এডুকেশন কলেজ মাঠ পরিদর্শন করবে। ব্যাটে-বলে মিলে গেলে বঙ্গবন্ধুর পাশাপাশ এই দুই মাঠেই আয়োজিত হতে পারে লীগের ম্যাচ। তবে বাফুফে চেষ্টা করবে স্বাস্থ্যমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে খেলা চালিয়ে যাওয়ার। যেহেতু এটা ঢাকার একদম কাছে, তাই এখানে ম্যাচ আয়োজনের অনুমতি চাইবে বাফুফে।
×