ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা

প্রকাশিত: ২১:৫৩, ২৩ জুন ২০২১

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সাত দিনব্যাপী কঠোর বিধি নিষেধ আরোপ করে করোনা বিস্তার রোধ না হওয়ায় ঠাকুরগাঁওয়ে করোনার সংক্রমণ বিস্তার রোধে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। এই সিদ্ধান্ত আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৩০শে জুন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে। আজ (বুধবার ২৩ জুন) দুপুওে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নবাগত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। সভায় সিদ্ধান্ত হয়, লকডাউন চলাকালে মহাসড়ক পথে অন্য কোনো জেলা এবং উপজেলা থেকে ঠাকুরগাঁওয়ে সরাসরি কেউ প্রবেশ করতে পারবে না। সেইসাথে এই জেলা থেকে কেউ বাইরে যেতে পারবে না। সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী সেবা ঔষুধ, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ ও পরিবহণ এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। সকল পশুর হাট বন্ধ থাকবে। কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। হোটেল রেস্তোরায় বসে খাবার খাওয়া যাবে না। শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ থাকবে। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ ঘটে এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য : ঠাকুরগাঁও জেলায় ২৪ঘন্টায় ৫৩জন এবং এ পর্যন্ত সর্বমোট ২৫৩২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৬৭১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছে ৬০ জন।
×