ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

চলচ্চিত্র পুরস্কারে জুরি বোর্ডের বিচারক শাহনূর

প্রকাশিত: ২১:১৯, ২১ মে ২০২১

চলচ্চিত্র পুরস্কারে জুরি বোর্ডের বিচারক শাহনূর

সংস্কৃতি ডেস্ক ॥ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের বিচারক হলেন চিত্রনায়িকা শাহনূর। কিছুদিন আগেই ওআইসি (অরগানাইজেসন অব ইসলামিক কো-অপারেসন) ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম এ্যাওয়ার্ড ২০২০-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ফাইনাল রাউন্ডের জন্য তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করে। এই জুরি বোর্ডে তথ্য মন্ত্রণালয়ের একজন সচিব (আহ্বায়ক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা শাহনূরও রয়েছেন। গত ১৮ মে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শাহনূর জুরি বোর্ডের বিচারক হিসেবে থাকার বিষয়ে অবগত হন। ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম এ্যাওয়ার্ড ২০২০-২০২১’ ঘোষিত আঞ্চলিকভাবে বিজয়ী ১৮টি ডকুমেন্টারি শর্ট ফিল্ম থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করতে হবে শাহনূরসহ জুরি বোর্ডের অন্যান্য বিচারককে। শাহনূর বলেন, আমার চলচ্চিত্র জীবনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে অনেকের আশীর্বাদ পেয়েছি, পেয়েছি দর্শকের ভালবাসা। অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি-কিন্তু তাতে কোন দুঃখবোধও নেই আমার। একজন সাধারণ শিল্পী হয়ে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম এ্যাওয়ার্ড ২০২০-২০২১’র ফাইনাল রাউন্ডের সদস্য হিসেবে কিংবা বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক সম্মানের মনে হয়েছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে বিষয়টি আমার জন্য গর্বেরও বটে। কারণ যারা আমাকে শর্ট ফিল্ম নির্মাতাদের মধ্যে মেধা যাচাইয়ের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের জন্য আমার ওপরও আস্থা রেখেছেন, সেটা অনেককিছু ভেবেই আমার ওপর আস্থা রেখেছেন। আমি আমার কাজটুকু যথাযথভাবে দায়িত্বের জায়গা থেকেই করতে চাই। ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অনেক ধন্যবাদ-কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের প্রতি।
×