ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারী আটক

প্রকাশিত: ১৭:২৮, ১৭ এপ্রিল ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামে ॥ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধর্মপূর সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ লায়ন ইসলাম (২১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে মাদক কারবারীকে পুলিশে সোপর্দ করা হলে শনিবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদক কারবারী লায়ন ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামের আবু তালেবের পূত্র। তার কাছ থেকে বিজিবি ১৯০ বোতল ফেন্সিডিল, ১৩৩ বোতল সিরাপ, ১১ কেজি ভারতীয় লবন, ২টি বাইসাইকেল ও ১৫টি মাদক বহনের প্রসেসর জব্দ করে। বিজিবি বাদী হয়ে শুক্রবার বিকেলে ফুলবাড়ী থানায় মাদক কারবারী লায়ন ইসলামসহ বাড়ীর মালিক আজিজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী খাতুনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের হাবিলদার বাদলের নেতৃত্বে একদল বিজিবি জওয়ান উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক পিলাম ৯৪৩ এর পাশে কয়েকজন মাদক চোরাকারবারীকে ধাওয়া করে। এসময় মাদক কারবারী লায়ন ইসলাম আত্মরক্ষার জন্য পাশর্^বর্তী নুর হোসেনের পূত্র আজিজুল ইসলামের বাড়ীতে ঢুকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য (৬নং ওয়ার্ড) রফিকুল ইসলামসহ এলাকাবাসীর উপস্থিতিতে তল্লাসী চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল, ১৩৩ বোতল সিরাপ, ১১ কেজি ভারতীয় লবন, ২টি বাইসাইকেল ও ১৫টি মাদক বহনের প্রসেসর জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আসামীকে দুপুরে কুড়িগ্রামে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×