ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে কৃষক ও গ্রাম পুলিশের মধ্যে সার-বীজ হারভেস্টার ও বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ২১:৩৭, ১৩ এপ্রিল ২০২১

মির্জাপুরে কৃষক ও গ্রাম পুলিশের মধ্যে সার-বীজ হারভেস্টার ও বাইসাইকেল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে উফসী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রনোদণা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ধানবীজ ও এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শতকরা ৫০ ভাগ ভর্তকীতে সাতজন কৃষকের মধ্যে সাতটি ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি এই ধানবীজ সার ও হারভেস্টার মেশিন বিতরণ করেন। একই সাথে তিনি ৯১ জন গ্রাম পুশিশের মধ্যে ৯১টি বাইসাইকেলও বিতরণ করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম মীর্জা শামীমা আক্তার শিফা জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খ. বিপ্লব মাহমুদ উজ্জ্বল কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, উফসী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রনোদণা কর্মসূচীর আওতায় ধান বীজ ৫ কেজি ডিএপি সার ২০ কেজি এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শতকরা ৫০ ভাগ ভর্তকীতে সাতজন কৃষকের মধ্যে সাতটি ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। একটি হারভেস্টার মেশিনের মূল্য ৩০ লাখ থেকে সাড়ে ৩১ লাখ টাকা পর্যন্ত বলে তিনি জানান। ৫০ ভাগ সরকারের ভর্তকীতে যারা হারভেস্টার মেশিন পেয়েছেন তারা হলেন, উপজেলার পারদিঘী গ্রামের আব্দুল ওহাব মহেড়ার শুকুমুদ্দিন আজগানার আলম মিয়া পুষ্টকামুরী গ্রামের জাহিদ সুতানড়ী গ্রামের মজনু তরফপুর গ্রামের শওকত মোমেন শাজাহান ও আনাইতারা গ্রামের সেলিম রেজা।
×