ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেন-ট্রাক্টরের সংঘর্ষ, চালক নিহত

প্রকাশিত: ১৬:১৫, ২০ জানুয়ারি ২০২১

রাজশাহীতে ট্রেন-ট্রাক্টরের সংঘর্ষ, চালক নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাট উপজেলায় বালুভর্তি ট্রাক্টরে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। এতে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন। এছাড়া ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক্টরটি। বুধবার সকালে উপজেলার কালুহাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার লাশও পায়নি রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা ট্রাক্টর চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রেলওয়ের এই অঞ্চলের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) ভরেস চন্দ্র রাজবংশী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসেছি। এসে দেখছি- ট্রাক্টর দুমড়ে-মুচড়ে পড়ে আছে। কিন্তু লাশ নেই। স্থানীয়রা আমাদের জানাচ্ছেন, ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ট্রাক্টরে থাকা লোকজন লাশ নিয়ে চলে গেছে। ট্রাক্টরের মালিককেও পাওয়া যাচ্ছে না। আমরা নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছি। ভরেস চন্দ্র আরও জানান, সকালে রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি রেলওয়ের ঈশ^রদী থানার অধীনে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থলে রেলের কর্মকর্তা আছেন। তারা সর্বশেষ যে অবস্থা জানাবেন সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×