ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১০ বছরে ঢাকায় মোটরসাইকেল বেড়েছে সাড়ে ৫ লাখ

প্রকাশিত: ২৩:২২, ১৬ জানুয়ারি ২০২১

১০ বছরে ঢাকায় মোটরসাইকেল বেড়েছে সাড়ে ৫ লাখ

স্টাফ রিপোর্টার ॥ যানজটের নগরী ঢাকায় দিন দিন মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে। ১০ বছরের ব্যবধানে রাজধানীতে বৈধ মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে ২৬৮ শতাংশ। ২০১৬ সাল থেকে রাইড শেয়ারিং জনপ্রিয় হয়ে ওঠায় মোটরসাইকেলের সংখ্যা এমনভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ২০১০ সাল পর্যন্ত ঢাকায় নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ছিল দুই লাখ ১০ হাজার ৮১টি। ধারাবাহিকভাবে বেড়ে চলতি বছরের সেপ্টেম্বর শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৭৩ হাজার ১৭০টিতে। এ হিসাবে ১০ বছরের ব্যবধানে ঢাকায় বৈধ মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৮৯টি। এই মোটরসাইকেল বাড়ার হার ২৬৮ শতাংশ। এর মধ্যে শেষ চার বছরেই ঢাকায় বৈধ মোটরসাইকেল বেড়েছে তিন লাখ ৩৫ হাজার ৮৪৪টি। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকায় মোটরসাইকেলের সংখ্যা হু হু করে বাড়তে থাকে ২০১৬ সাল থেকে। এ সময় থেকেই দেশে জনপ্রিয় হয়ে উঠতে থাকে রাইড শেয়ারিং। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যেখানে ঢাকায় বছরে ৩০ থেকে ৪০ হাজার করে নতুন মোটরসাইকেল নিবন্ধিত হচ্ছিল, সেখানে ২০১৬ সালে প্রথমবারের মতো নতুন মোটরসাইকেল নিবন্ধনের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে যায়। বছরটিতে নতুন মোটরসাইকেল নিবন্ধিত হয় ৫৩ হাজার ৭৩৮টি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর সংখ্যা। ২০১৭ সালে ঢাকায় নতুন মোটরসাইকেল নিবন্ধিত হয় ৭৫ হাজার ২৫১টি। আর ২০১৮ সালে প্রথমবারের মতো নতুন নিবন্ধন নেয়া মোটরসাইকেলের সংখ্যা ছাড়িয়ে যায় এক লাখ। বছরটিতে নতুন মোটরসাইকেল নিবন্ধিত হয় এক লাখ চার হাজার ৬৪টি। ঢাকায় মোটরসাইকেল বাড়ার হার অব্যাহত থাকে পরের বছরেও। ২০১৯ সালে এ নগরে নতুন নিবন্ধন নেয়া মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় ৯৯ হাজার ২৫৬টি। আর চলতি বছরের প্রথম নয় মাসে নতুন মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে ৫৭ হাজার ২৭৩টি।
×