ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরেনিয়াম বৃদ্ধি বন্ধ করুন ॥ইরানকে ইউরোপ

প্রকাশিত: ১০:৫৬, ১৩ জানুয়ারি ২০২১

ইউরেনিয়াম বৃদ্ধি বন্ধ করুন ॥ইরানকে ইউরোপ

অনলাইন ডেস্ক ॥ ইরানকে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে ইরানের উচিত ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি পুনর্মূল্যায়ন করা। ইইউ গতকাল মঙ্গলবার ব্রাসেলসে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান অতি দ্রুত ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, পরমাণু সমঝোতাকে রক্ষা করার জন্য হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে। তার ওই বক্তব্যের একদিন পর ইইউ তেহরানের প্রতি এ আহ্বান জানাল। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতেতে অবশ্য ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে দাবি করা হয়েছে, ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে পরমাণু অস্ত্রের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে। ইউরোপীয় দেশগুলো এমন সময় ইরানের প্রতি এ আহ্বান জানাল যখন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ এই সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইউরোপের এই ব্যর্থতা এবং আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান ঘোষণা দিয়ে ধীরে ধীরে নিজের পরমাণু তৎপরতা বাড়িয়েছে এবং সম্প্রতি ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ইরান অবশ্য বলেছে, পশ্চিমা দেশগুলো এই সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করে নিষেধাজ্ঞা তুলে নিলে ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে এই সমঝোতায় দেয়া মাত্রায় ফিরে যাবে। সূত্র: পার্সটুডে।
×