ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিজের সেরা নৈপুণ্য দেখাতে চান আফিফ

প্রকাশিত: ২৩:৫০, ১৮ নভেম্বর ২০২০

নিজের সেরা নৈপুণ্য দেখাতে চান আফিফ

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে অনুষ্ঠিত হয় বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ। দীর্ঘ ৭ মাস পর কোন ক্রিকেট প্রতিযোগিতা ছিল সেটি। তাই ক্রিকেটারদের স্বাভাবিক নৈপুণ্য দেখাতে কিছুটা সমস্যা হয়েছে। তবে তরুণ আফিফও ধারাবাহিক ছিলেন না পারফর্মেন্সে। তবে ৯৮ ও ৪০ রানের দু’টি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। অফস্পিনার হিসেবে কার্যকর হলেও সেই আসরে মাত্র এক ম্যাচে ৩ ওভার বোলিং করতে দেখা গেছে তাকে। এবার আসন্ন বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি খেলবেন ফরচুন বরিশাল দলের হয়ে। মূলত টি২০ ক্রিকেট দিয়েই লাইমলাইটে আসা আফিফ এবার এই আসরে নিজের সেরা পারফর্মেন্স দেখাতে চান। বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে এই প্রথম খেলতে নামার আগে মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন করেন তিনি। এদিনও এসব কথা বলেন আফিফ। ২০১৭ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে নেই বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজি। বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি২০ টুর্নামেন্টে আবার ফিরেছে তারা। সে কারণে তরুণদের অনেকেই প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজির কোন দলের হয়ে খেলতে যাচ্ছেন। ২৪ নবেম্বর মাঠে গড়াবে আসরটি। টি২০ এই আসর নিয়ে নিজের মধ্যে বেশ উত্তেজনা বোধ করছেন আফিফ। কারণ বিপিএলে চমক দেখিয়েই নজরে এসেছিলেন তিনি এবং তারপর জাতীয় দলের টি২০ ফরমেটে হয়ে গেছেন নিয়মিত। সঙ্গত কারণেই পছন্দের এই ফরমেটে খেলতে নামার জন্য উন্মুখ খুলনার ক্রিকেটার আফিফ। তিনি বলেন, ‘ফরচুন বরিশাল আসলে অনেকদিন পর এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আসছে। আমি খুবই এক্সসাইটেড। তো আশা থাকবে ফরচুন বরিশালের হয়ে অনেক ভাল কিছু করার।
×