ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন ক্যাম্পেইন

প্রকাশিত: ১৪:১৩, ২০ অক্টোবর ২০২০

পঞ্চগড়ে স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সুস্থ কিশোরী, নিরাপদ আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন সচেতনতা ক্যাম্পেইন শির্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন এই আলোচনার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জুম এ্যাপস-এর মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে জুম এ্যাপস-এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান, ইউএনএফপিএর কান্ট্রি ডিরেক্টর ড. অসা টার্কেলসন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট। আলোচক হিসাবে জুম এ্যাপস এর মাধ্যমে যুক্ত হয়ে প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য এবং পঞ্চগড় জেলার ৫ উপজেলার কন্যা রত্ন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা। আলোচনা সভায় জেলার ৫ উপজেলার কন্যা রত্ন শিক্ষার্থী ছাড়াও, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ইউপি চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকগন জুম এ্যাপস-এর মাধ্যমে যুক্ত হন।
×