ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কৃষি নির্ভরশীল দেশে কৃষির বিপ্লব ঘটিয়েছে শেখ হাসিনা ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১৮:০৮, ১ অক্টোবর ২০২০

কৃষি নির্ভরশীল দেশে কৃষির বিপ্লব ঘটিয়েছে শেখ হাসিনা ॥ শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের কৃষি নির্ভরশীল এই দেশে কৃষির বিপ্লব ঘটিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যেখানে সারের জন্য এদেশের কৃষকদের প্রাণ দিতে হয়েছিল সেই সার এখন কৃষকের হাতের নাগালে। কৃষিকে প্রাধান্য দিয়ে আমরা এই কোভিট -১৯ সংকটকালীন সময়েও দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুরদর্শী নের্তৃত্বে করোনাকালীন সময়ে জীবন ও জীবিকর যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা উপজেলার ধনিপাড়া এলাকায় নবনির্মিত সারের বাফার গুদাম উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বিসিআইসি চেয়ারময়ান মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বক্তব্য রাখেন। সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গুদাম নির্মাণ প্রকল্পের ঘোষণা দেয় সরকার। দেশের ১৩টি সারের বাফার গুদামের মধ্যে পঞ্চগড়ে ২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে বাফার গোডাউন নির্মাণ কাজ শেষ করা হয়। নবনির্মিত বাফার গোডাউন উদ্বোধনের সংগে দেশের আরও ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয় ।
×