ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে একটি মাদ্রাসায় সভাপতি হতে না পারায় জনৈক আফসারের কান্ড

প্রকাশিত: ১৬:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২০

পার্বতীপুরে একটি মাদ্রাসায় সভাপতি হতে না পারায় জনৈক আফসারের কান্ড

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ দিনাজপুরের পার্বতীপুরে আইনুল হুদা ফাজিল মাদরাসার সভাপতি হতে না পারায় ক্ষোভ ও আক্রোসে জনৈক ্আফসার আলী প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের রিরুদ্ধে ৯ লক্ষ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ করেছেন বলে জানা গেছে । অধ্যক্ষ রিয়াজুল এ অন্যায়ের বিচার ও প্রতিকার চেয়ে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিকের নিকট ১৭ সেপ্টেম্বর আবেদন করেন । সূত্রমতে, ২০১৬ সাল থেকে এ ঘটনার সুত্রপাত । তখন থেকে অভিযোগের বস্তা নিয়ে মাঠে আছেন আফসার । তবে ফলাফল শূন্য হওয়ায় এবার অভিযোগের ধরন পালটিয়ে প্রতিষ্টানের অর্থ তসরুফের অভিযোগ দাঁড় করেছেন । নিজেই বাদী হয়ে শিক্ষা মন্ত্রনালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অব্যাহত রেখেছেন চিঠি পাঠানো । অধ্যক্ষ রিয়াজুল জানান , ত্ার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে বলা হচ্ছে , এটা দিলে তিনি( আফসার ) থেমে যাবেন অন্যথায় এ আগুন নিভবে না । আরও জোরদার হবে । আরও নতুন নতুন সমস্যা সুষ্টি হবে। তখন বাধ্য হয়ে অধ্যক্ষকে তার পদ থেকে স্ব-ইচ্ছায় ইস্তাফা দিয়ে এ এলাকা থেকে চলে যেতে হবে । এমনকি প্রাননাশের হুমকিও দেওয়া হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকার পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাটি গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত বিস্তারিত জানতে আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মাদরাসায় ৬ শতাধিক ছাত্র ছাত্রী রয়েছে। প্রতিষ্ঠানের পাঠদানে সুনাম রয়েছে। পরীক্ষার রেজাল্টও ভাল । গর্ভনিং বডির সদস্য মাদরাসায় জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর ছেলে আ. রাজ্জাক জানান, ব্যক্তিস্বার্থে কাদা ছোড়া ছুড়িতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এমন কার্যকলাপ বড়ই দুঃখজনক। অভিযোগকারী আফসার আলীর সাথে দেখা হলে তিনি বলেন, আমি মাদরাসায় জমি দান করেছি, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করেছি। তাই মাদরাসার ক্ষতি ও অর্থ আত্মসাৎ করা হবে ,এমনটাা মেনে নিতে পারিনা । তার এ বক্তব্যে দ্বিমত পোষন করে মাদরাসার গর্ভনিং বডির সভাপতি অধ্যক্ষ আ. রাজ্জাক বলেন , এ ধরনের অভিযোগ তার নলেজে নেই মাদরাসার স্বার্থের পরিপস্থি ক্ষতিকারক কোন তথ্য বা অভিযোগ থাকলে গর্ভনিং বডিকে জানাতে হবে মাদরাসা এ এলাকার সম্পদ । শুরু আফসারেই নয় , স্থানীয় ব্যক্তিবর্গ যে কেউ হোক এ যাতীয় কোন কিছু জানালে কাকে ওয়েলকাম জানাবো । তখন কমিটি তা খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নিবে । তা না করে কেউ যদি তথ্য প্রমান ছাড়া নানা জায়গায় অভিযোগ ছড়িয়ে বেড়ায় ,তবে সে সম্পর্কে গর্ভনিং বডির বক্তব্য বা কি করনীয় থাকতে পারে ? । তিনি ্আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সভাপতি নির্বাচিত হয়। সেজন্য তিনি( আফসার আলী) অধ্যক্ষকে দায়ী করতে পারেননা। এটি তার ভূল ধারনা । এ বিষয় নিয়ে সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষনিক যাকেই সামনে পাওয়া গেছে জানতে চাইলে তারা বলেছের্ন ঘটনাটি খুবেই দুঃখজনক। তারা এ ঘটনায় নিন্দাজ্ঞাপন করেছেন । পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক মাদরাসার অধ্যক্ষ রিয়াজুল ইসলামের অভিযোগ দাখিলের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় নেওয়া হবে।
×