ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুজন আরিফ

আতঙ্কের অক্সিজেন

প্রকাশিত: ২১:২৭, ২১ আগস্ট ২০২০

আতঙ্কের অক্সিজেন

চলছে মৃত্যুর নগ্ন নৃত্য বিরামহীন। গতিপথ পাল্টে সভ্যতা এখন খাদের কিনারায়। পৃথিবীর চোখে ঘুম নেই কোমায় চলে গেছে তার স্বাস্থ্যবান সব সন্তানেরা তুরিন আর ন্যু ক্যাম্পে মেসি কিংবা রোনালদো নয় যমদূতের বীভৎস কারিকুরি। তবে, এখনো সূর্য উঠছে, চাঁদ উঠছে; ফুলেরা হাসছে। পাখিরা ডাকছে, নদীরা ছুটছ; রাত্রি নামছে। বেঁচে আছি কোনো অলৌকিক ইশারায় যেন মানিক বাবুর সেই- ‘পুতুল নাচের ইতিকথা’য় চোখেমুখে আতঙ্কের অক্সিজেন চারদিকে শুধুই কষ্টের লেনদেন কন্তের মতো আমারো দৃষ্টি আজ কেবল ওই আকাশের দিকে। এ যাত্রায় হয়তো বেঁচে যাবো নির্ঘুম বিজ্ঞানের প্রশংসায় আবারো পঞ্চমুখ হবো কণ্ঠে কিংবা কলমে।
×