ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

প্রকাশিত: ২১:১০, ৫ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও অন্তঃসত্বা মামলার মূল আসামি অস্থায়ী জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি প্রদানসহ মারপিটে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী আজ রবিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, দানারহাট ঠাকুরদিঘী এলাকার সহিদুল্লাহর ছেলে আবু সাদাত (২৪) নামে এক যুবক সদর পৌরএলাকার মুজিব নগর (মন্দিরপাড়ার) বাসিন্দা এক কিশোরী (১৫)’র সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন একাধিকবার ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তস্বত্বা হয়ে পরে। ঘটনাটি জানতে পেরে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় গত ২১মে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভযুক্ত আবু সাদাত গ্রেফতার হয়। সম্প্রতি অভিযুক্ত আসামি অস্থায়ী জামিনে জেল থেকে ছাড়া পায়। ছাড়া পেয়েই সে মামলা তুলে নিতে নানান প্রক্রিয়ায় বাদিনীকে হুমকি-ধুমকি দিতে থাকে। এ অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাদিনী শহর থেকে বাড়ি ফিরছিল। পথে একা পেয়ে আবু সাদাতসহ সদর উপজেলার দানারহাট ঠাকুরদিঘী এলাকার সহিদুল্লাহ (৫৫), হিটলার (৪৫) ও পৌর এলাকার মুজিবনগর মন্দিরপাড়ার মাসুদ রানা (৪০)সহ কয়েকজন বাদিনীর পথরোধ করে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তারা বাদিনীর উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে জখমসহ আহত করে। এ সময় বাদিনী চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায় এবয় স্থানীয়রা বাদিনীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। মামলার বাদিনী কান্নায় ভেঙ্গে পড়ে জানান, আমার মেয়ে ধর্ষিত ও অন্তঃসত্বা হয়ে পড়েছে সেই দুশ্চিন্তায় এমনিতেই রাতে ঘুম আসে না, নাওয়া খাওয়া কিছইু ভালো লাগে না তার উপর আবার আসামির হুমকি-ধুমকির কারণে আমি আমার মেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে আতংকের মধ্যে দিনাতিপাত করছি। এমতাবস্থায় তিনি দ্রুত আইনী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
×