ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ১৪:৫০, ৪ জুলাই ২০২০

কালিয়াকৈরে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নদীতে নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পর প্রায় ১০ কিলোমিটার দুরে শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। নিহতের নাম তায়েব হোসেন মন্ডল (১০)। সে ঢাকার আশুলিয়ার সীমান্ত এলাকার বাইদগাঁও শোয়েব মন্ডলের ছেলে। তায়েব স্থানীয় বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম ও নিহতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার দুপুরে তায়েব বন্ধুদের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় গাজীখালী নদীতে গোসল করতে যায়। এসময় স্রোতে থাকায় নদীতে নামার পর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তার বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ষ্টেশনের দু’টি ইউনিট ও টঙ্গী ষ্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে ভাটিতে আশুলিয়ার কাশচর এলাকা হতে তায়েবের লাশ উদ্ধার করে ডুবুরীরা। ফাযার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, নদীতে থাকায় ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে ভাটিতে তায়েবের লাশ পাওয়া যায়।
×