ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনায় আরও দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০১:০৩, ১৬ জুন ২০২০

করোনায় আরও দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনা আক্রান্ত আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৬ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো। দুই পুলিশের মৃত্যুতে শোক জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। এদিকে পুলিশে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। ইতোমধ্যেই সাড়ে তিন হাজারের বেশি পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এই নিয়ে আনসারের তিন জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়েছে ৪৭৮ জন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। সোমবার ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার প্রকৌশলী মোঃ ওয়ালিদ হোসেন জানান, করোনা আক্রান্ত আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তারা ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। নিহতদের একজন কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ (৫১)। ভোর সোয়া চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে। তিনি এক স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। নিহত অপরজন এসআই এসএম মুকুল মিয়া (৫৫)। তিনি ঢাকার খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। সোমবার বেলা এগারোটার দিকে ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এক স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র আছে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন চরকুলী গ্রামে। পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ সোহেল রানা জানান, পুলিশের ব্যবস্থাপনায় তাদের লাশ গ্রামের বাড়িতে ধর্মীয় রীতি মোতাবেক দাফন করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জনকণ্ঠকে জানান, করোনায় আক্রান্ত হয়ে মোঃ আব্দুর রউফ প্রধান (৫৫) নামের এক আনসার সদস্য মারা গেছেন। তিনি ২০ আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার নড়াইলের নিজ বাড়িতে মারা যান তিনি। সরকারী ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন মোবাইল কোর্ট ক্যাম্পে কর্মরত ছিলেন।
×