ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের করমজলে কুমির জুলিয়েট ৫২টি ডিম দিয়েছে

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ মে ২০২০

সুন্দরবনের করমজলে কুমির জুলিয়েট ৫২টি ডিম দিয়েছে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ।। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে। শুক্রবার সকালে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে ‘নিজের বাসায়’ এ ডিম দেয় জুলিয়েট। এর মধ্যে ১৪টি ডিম জুলিয়েটের নিজে বাসায়, ২৬টি পুরোতন ইনকিউবেটরে এবং ১২টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে। ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটতে পারে বলে আশা করছেন প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা। এর আগে ২০১৯ সালের ৯ মে ৪৪টি ডিম দিয়েছিল। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সকালে জুলিয়েট নিজ বাসায় ৫২টি ডিম দেয়। আমরা ডিমগুলোকে তিনটি ভাগে ভাগ করে রেখেছি।এবারের ডিমগুলো থেকে বাচ্চা পওয়ার জন্য আমরা প্রাকৃতিক উপায়, গতানুগতিক ইনকিউবেটর ও নিজেদের তৈরি ইনকিউবেটরের সহযোগিতা নিচ্ছি।যাতে ডিম থেকে বাচ্চা পাওয়া যায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।কারণ বিগত তিন বছর এখানে কুমিরের বাচ্চা হচ্ছে না। আশাকরি এবার একটি ভাল ফল পাব আমরা। ২০০০ সালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের শুরু হলে এখানে কুমিরে ডিম দেয় ২০০৫ সালে। এখন পর্যন্ত করমজলে বিভিন্ন সময় ২৯২টি কুমিরের ছানা জন্ম নিয়েছে। যার মধ্যে ১৯৫টি ছানা এখনও প্রজনন কেন্দ্রে রয়েছে। ৯৭টি কুমিরের ছানা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হয়েছে।
×