ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অলিম্পিকই এখন জাপানের জন্য একমাত্র আশার আলো

প্রকাশিত: ০৭:৩৫, ১৬ মার্চ ২০২০

 অলিম্পিকই এখন জাপানের  জন্য একমাত্র আশার আলো

বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে জাপানের অর্থনীতি চাঙ্গা করার জন্য অলিম্পিক গেম ছাড়া আর কোন উপায়ন্ত নেই। অলিম্পিক গেমকে আশার আলো উল্লেখ করে তারা বলেছেন, অলিম্পিক গেম দিয়েই ধ্বজভঙ্গ অর্থনীতিকে পূর্বের ন্যায় গতিশীল করা যেতে পারে। সিএনবিসি। তবে করোনাভাইরাসের কারণে গ্রহের বৃহত্তম খেলার আসরটি বাতিল করা হলে জাপানের অর্থনীতির জন্য সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশটির এক বিশেষজ্ঞ এ কথা জানান। চলতি গ্রীষ্মে জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এশিয়ার বিশ্লেষক ওয়াকাস আদেনওয়ালা জানান, গ্রাহকের কর বৃদ্ধির কারণে দেশটির অর্থনীতি ইতোমধ্যে ক্ষতির মুখে পড়েছে, যেটি করোনাভাইরাসের কারণে জাপানের রফতানিকারকদের ওপর বড়সড়ো ধস নামিয়ে দিয়েছে। ওয়াকাস বলেন, ‘অলিম্পিক গেমই হলো এখন জাপানের অর্থনীতির জন্য আশার আলো। এটিই পারে জাপানের অর্থনীতি পুনরুদ্ধার করতে।’ তিনি আরও বলেন, ‘খেলার ওই আসরের মাধ্যমে আমরা জাপানে আগত পর্যটকদের কাছ থেকে মুনাফা অর্জন করতে পারব। তারা এখানে ভ্রমণে এলে অবশ্যই যে অর্থ ব্যয় করবেন তা আমাদের অর্থনীতির জন্য কল্যাণকর হবে। তবে এতে খুব বেশি উপকার না হলেও যতটুকু হবে, সেটিও কম হবে না।’ এদিকে টোকিও অলিম্পিক গেম বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশটির সরকারের উর্ধতন মুখপাত্র ইয়োশিহিদি সুগা শুক্রবার বিষয়টির গুরুত্বারোপ করে বলেন, টোকিও ২০২০ অলিম্পিক গেম বাস্তবায়নে জাপান প্রস্তুত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর টোকিও ২০২০ অলিম্পিক গেম দেরিতে অনুষ্ঠিত হওয়ার পরামর্শ দেন। সুগা বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ওয়াকিবহাল আছি। তবে আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আয়োজকদের সঙ্গে একত্রে কাজ করে চলছি এবং টোকিও পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে।’ সুগা বৃহস্পতিবার ট্রাম্পের ওই মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, করোনাভাইরাসের কারণে অলিম্পিক গেম এক বছর পিছিয়ে দেয়া কর্মকর্তাদের উচিত হবে না। অন্যদিকে গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে, কভিড-১৯ নামে পরিচিত রোগটি বৈশ্বিক পর্যায়ের জন্য হুমকি স্বরূপ। এদিকে ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। তবে অলিম্পিক গেমের তারিখ পেছানো হবে কিনা সে বিষয়ে কোন আলোচনা হয়নি বলে জাপান সরকারের মুখপাত্র নোয়াকি ওকাদার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। মুখপাত্রটি আরও জানান, এই দুই দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে কিনা সে বিষয়েও কোন কথা হয়নি। সংবাদ সম্মেলনে ওকাদা বলেন, ‘ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে এবং চলতি বছর গ্রীষ্মের অলিম্পিককে সফল করতে চয়েছেন।’
×