ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএলও রিপোর্ট বিশ্বের ৪৭ কোটি মানুষ এখনও কর্মহীন

প্রকাশিত: ০৯:১৯, ২২ জানুয়ারি ২০২০

 আইএলও রিপোর্ট বিশ্বের  ৪৭ কোটি  মানুষ এখনও কর্মহীন

বিশ্বব্যাপী বেকারত্ব বাড়ছে, কর্মক্ষেত্রে বৈষম্যও বাড়ছে। সব মিলিয়ে চাকরির টাকায় মানসম্মত জীবন-যাপনের আকাক্সক্ষা ম্লান হয়ে যাচ্ছে। বিশ্বের ৪৭ কোটি মানুষ এখনও বেকার। এরপর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে। এএফপি। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট এ্যান্ড সোশাল আউটলুক ট্র্রেন্ড ২০২০ শীর্ষক আইএলও’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্বে ৪৭ কোটি মানুষ তাদের প্রত্যাশার চেয়েও কম মজুরির কাজ করতে বাধ্য হচ্ছেন অথবা চাকরি পাচ্ছেন না। ২০২০ সালে প্রায় ২৫ লাখ মানুষ বেকারত্বের তালিকায় যাবেন বলে আইএলও’র পূর্বাভাস। গত নয় বছরে বিশ্বব্যাপী বেকারত্ব মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়ায় নতুন করে যারা শ্রমবাজারের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য পর্যাপ্ত চাকরি থাকবে না। আইএলও’র মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘কোটি কোটি সাধারণ মানুষের জন্য কাজের মাধ্যমে একটু ভাল জীবন পাওয়াটা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।’ কর্মক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও চাকরিহীনতার কারণেই এসব মানুষ একটি মানসম্মত কাজ ও ভাল ভবিষ্যতের দিকে যেতে পারছেন না বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বব্যাপী ১৮ কোটি ৮০ লাখ বেকারের পাশাপাশি ১৬ কোটি ৫০ লাখ মানুষ কাজ করে পর্যাপ্ত পারিশ্রমিক পাচ্ছেন না। ১২ কোটি মানুষ হয় চাকরির আশা ছেড়ে দিয়েছেন বা হয়ত তাদের কাজ পাওয়ার সুযোগই নেই। সব মিলিয়ে ৪৭ কোটির বেশি মানুষ কর্মসংস্থানের সঙ্কটে ধুঁকছেন। ২০০৪ সালের তুলনায় ২০১৭ সালে বিশ্বব্যাপী জাতীয় আয়ে শ্রম খাতের অংশীদারিত্বও কমেছে, ৫৪ শতাংশ থেকে কমে ৫১ শতাংশে নেমেছে। ইউরোপ, মধ্য এশিয়া ও আমেরিকাতে এই চিত্র দৃশ্যমান। আগে যা ধারণা করা হয়েছিল এটা তার চেয়েও বেশি। ক্রমবর্ধমান বাণিজ্য বাধা ও সঙ্কোচন নীতিও বেকারত্বের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
×