ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডাবল সেঞ্চুরিতে উদ্ভাসিত লাবুশেন

প্রকাশিত: ১১:৪৮, ৫ জানুয়ারি ২০২০

ডাবল সেঞ্চুরিতে উদ্ভাসিত লাবুশেন

স্পোর্টস রিপোর্টার ॥ উড়ছেন মার্নাস লাবুশেন। সিডনি টেস্টের প্রথম ইনিংসের প্রথমদিনই সেঞ্চুরি তুলে নেয়া ব্যাটসম্যান সেটিকে ডাবলে পরিণত করলেন। অবিশ্বাস্য ছন্দে থাকা ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান উপহার দিলেন ২১৫ রানের মন মাতানো ইনিংস। এক গ্রীষ্মে অন্তত পাঁচ টেস্টে গড় রানের হিসেবে সতীর্থ স্যার ডন ব্র্যাডম্যান ও আরেক গ্রেট নিল হার্ভেকে পেছনে ফেলে দিয়েছেন লাবুশেন। রেকর্ড বইয়ের আরও অনেক পরিসংখ্যান নাড়িয়ে দিয়েছেন তিনি। সঙ্গে স্টিভেন স্মিথের ৬৩। প্রথম ইনিংসে অলআউট অসিরা গড়েছে ৪৫৪ রানের বড় স্কোর। জবাবে বেশ ভাল শুরু করেছে নিউজিল্যান্ডও। শনিবার দ্বিতীয়দিন শেষে কোন উইকেট না হারিয়ে কিউইদের সংগ্রহ ৬৩। টম লাথাম ২৬ ও টম ব্লান্ডেল ৩৪ রান নিয়ে ক্রিজে আছেন। উল্লেখ্য, টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। টিম পেইনদের সামনে এবার তাসমান প্রতিবেশীদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করার সুযোগ। অপরাজিত ১৩০ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামেন লাবুশেন। ১৯৯ রানে আটকে ছিলেন প্রায় মিনিট বিশেক। এক রানের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না আর। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কলিন ডি গ্র্যান্ডহোমের অফ স্টাম্পের বলটা কাভারের দিকে খেলতে চেয়েছিলেন। যদিও ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে কিপারের সামনে দিয়ে হয়ে যায় চার। দৌড়ে পেরিয়ে গেলেন নন-স্ট্রাইকার প্রান্ত। প্রথমে ব্যাটটা যেন এক হাতে ছুড়ে মারলেন বাতাসে। ততক্ষণে শুরু হয়ে গেছে দর্শকদের করতালি। লাবুশেন এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট উঁচিয়ে ধরে দর্শক অভিবাদনের জবাব দিলেন। টিভি ক্যামেরা খুঁজে নিল সিডনির ভিআইপি বক্সে থাকা তার বাবা-মাকেও। ৩৪৬ বলে করেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৯টি চার ও এক ছক্কায় ৩৬৩ বলে থামেন ২১৫ রানে। পার করেন তার আগের সেরা ১৮৫ রান। ডাবল ছোঁয়ার পর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন কিউই লেগস্পিনার টড এ্যাস্টলকে ফিরতি ক্যাচ দিয়ে। দুর্দান্ত এ ইনিংসটির মধ্য দিয়ে ব্যাটিং গড়ে লাবুশেন টপকে গেছেন এ সময়ের অন্যতম সেরা স্মিথকেও (৬২.৮৪)। অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫ টেস্টের মৌসুমে রান তোলায় পেছনে ফেলেছে স্যার ডন ব্র্যাডম্যান (৮১০) ও নিল হার্ভের (৮৩৪) মতো কিংবদন্তিদের। ৬০ বছর আগে ৮৩৪ রান তোলা হার্ভেকে টপকে ৮৩৭ রান তুলেছেন লাবুশেন। এছাড়া প্রথম অসি হিসেবে অস্ট্রেলিয়ান গ্রীষ্মকালীন টেস্টে চারটি ১৪০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। মোট ব্যাটিং করেছেন ৩৩ ঘণ্টা। আর সিডনির ডাবলে তিনি তৃতীয়বার ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। মাত্র ২২ ইনিংসেই এই কীর্তি গড়েন তিনি। যে তালিকায় তার সামনে কেবল ওই ব্র্যাডম্যান (১৫) আর হার্ভেই (১০)। গত এ্যাশেজে স্টিভেন স্মিথের বদলি হিসেবে নামার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন লাবুশেন। গত বছর ১১ টেস্টে করেছিলেন ১১০৪ রান। যেখানে হাজার ছুঁতে পারেননি বিশ্বের আর কেউ। এবার তিনি নতুন বছর শুরু করলেন ডাবল সেঞ্চুরি দিয়ে। অথচ ক্যারিয়ারের প্রথম ১৫ ইনিংসে লাবুশেনের ছিল না কোন সেঞ্চুরি। সেখানে সর্বশেষ সাত ইনিংসে তিন অঙ্ক ছুঁলেন চারবার। যার একটি আবার ডাবল। প্রথম তিনটি সেঞ্চুরিই ছিল টানা তিন ইনিংসে। এর মধ্যে দুটিতেই পেরিয়েছিলেন দেড় শ’। কিন্তু ডাবলটা ছোঁয়া হচ্ছিল না। এবার সেই আক্ষেপও ঘুচল। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৪৫৪/১০ (১৫০.১ ওভার; লাবুশেন ২১৫, স্মিথ ৬৩, ওয়েড ২২, হেড ১০, পেইন ৩৫, প্যাটিনসন ২, কামিন্স ৮, স্টার্ক ২২, লেয়ন ৬*; হেনরি ১/৯৪, ডি গ্র্যান্ডহোম ৩/৭৮, ওয়েগনার ৩/৬৬, সমারভিল ১/৯৯, এ্যাস্টল ২/১১১)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৬৩/০ (২৯ ওভার; লাথাম ২৬*, ব্লান্ডেল ৩৪*; স্টার্ক ০/১৮, কামিন্স ০/১৮, লেয়ন ০/১৩)। ** দ্বিতীয়দিন শেষে।
×