ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণভবনে প্রবেশ করানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতা গ্রেফতার

প্রকাশিত: ১১:০৯, ৫ জানুয়ারি ২০২০

গণভবনে প্রবেশ করানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা মোঃ ফয়সাল হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতবছরের ২৩ ডিসেম্বর গণভবনে প্রবেশ করার জন্য ঝালকাঠি থেকে আসেন শামসুন্নাহার। তিনি ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেনের স্ত্রী। পরে এই প্রতারক চক্রটি গণভবনের সামনে থেকে শামসুন্নাহারকে ডেকে নিয়ে যায়। পরে তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর কথা বলে ৭ লাখ টাকা চুক্তি করে চক্রটি। পরে গতবছরের ২৩ ডিসেম্বর ও চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত চক্রটি শামসুন্নাহারের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ২ জানুয়ারি তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়ার আগে তার সব গহনা চক্রটি নিয়ে নেয়। এরপরই শামসুন্নাহার শেরেবাংলা থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীররাতে পল্লবী থেকে চক্রের মূলহোতা ফয়সাল হোসেনকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। ভুক্তভোগী শামসুন্নাহার জানান, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ঝালকাঠি থেকে ঢাকায় আসি। পরে ২৩ ডিসেম্বর গণভবনের সামনে আসলে তারা আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি তাদের ১ লাখ ৮০ হাজার টাকা দেই। তারপরও আমাকে টাকা দেয়ার জন্য চাপ দিতে থাকে। আমি টাকা দিতে না চাইলে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। পরে আমি বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানাই। শুক্রবার রাতে অভিযুক্ত ফয়সাল হোসেনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফয়সাল হোসেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বন্নি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। শেরেবাংলা নগর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুজানুর ইসলাম জানান, শামসুন্নাহারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পল্লবী থেকে প্রতারক ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা (মামলা-৩) করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মামলার বাদীর তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা এলাকা হতে ফয়সালকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে ফয়সালসহ কয়েজনকে আসামি করা হয়েছে। তা নিয়ে গ্রেফতারকৃত ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে।
×