ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটচিত্রে প্রাচীন বাংলার ঐতিহ্য

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ আগস্ট ২০১৯

 পটচিত্রে প্রাচীন বাংলার ঐতিহ্য

স্টাফ রিপোর্টার ॥ বহুমাতৃকতায় পটচিত্র অঙ্কন কর্মশালা ও পটুয়া নাজির হোসেনের পটচিত্র প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে শনিবার। অন্তর কথা সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র আয়োজিত এ কর্মশালায় অংশ নেয় ১৬ থেকে অনুর্ধ বয়সী ছেলে-মেয়ে। পটচিত্র কর্মশালা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিথি শিল্পী কাজী আনিসুল হক বরুণ, পটচিত্র প্রশিক্ষক পটুয়া নাজির হোসেন, অভিনেতা কল্লোল চৌধুরী, কাজী রাকীব, অন্তর কথা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রহিম সুমন প্রমুখ। আয়োজনের মধ্যে ছিল পটচিত্র কর্মশালার রেজিস্ট্রেশন, ‘হাজার বছরের পুরনো প্রাচীন বাংলার ঐতিহ্য’ শীর্ষক বাংলাদেশের পটচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা, পটচিত্র কর্মশালা, পটচিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ।
×