ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অজ্ঞান হওয়া ওষুধের ডোজ বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:৩৪, ২৭ জুলাই ২০১৯

 অজ্ঞান হওয়া ওষুধের ডোজ বাড়ানোর  সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ যে ওষুধে মশা মরে না শুধু অজ্ঞান হয়, সে ওষুধের ডোজ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। কোন ওষুধ আনা হবে সে বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিশেষজ্ঞরা। মশা নিধনে দুই সিটির ভূমিকায় অসন্তোষ জানিয়ে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে উচ্চ আদালত। এডিস মশা নিধনে ব্যবহৃত ওষুধ নিয়ে প্রায় তিন ঘণ্টা শুনানি হয়েছে দেশের উচ্চ আদালতে। হাজির হয়েছিলেন দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। এডিস মারতে কার্যকর ওষুধ আনতে কত সময় লাগবে আইনজীবীদের কাছে জানতে চায় আদালত। তারা বলেন, কোন ওষুধ কার্যকর হবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমান ওষুধের ডোজ বাড়িয়ে দিনে কয়েকবার দিলে প্রকোপ কমবে। আগামী তিনদিন সেটাই করতে চান তারা। দক্ষিণ সিটি কর্পোরেশনের আইনজীবী সায়েদ আহমেদ রাজা বলেন, ‘আমরা চারদিন যে ঝটিকা অপারেশন করব তাতে ওষুধের ডোজ বাড়িয়ে দেয়া হবে।’ উত্তরের আইনজীবীর দাবি এ ওষুধ কার্যকর। নতুন ওষুধ আনলে পরিবেশগত জটিলতা বাড়বে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম বলেন, ‘এ ওষুধ কার্যকর। শুধু টেমপারেচার বা অন্য কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’ দুই সিটির কার্যক্রমে অসন্তোষ জানায় উচ্চ আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকারও সমালোচনা করা হয়। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
×