ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এবার বিশ্বকাপেও সফল হতে চান ধাওয়ান

প্রকাশিত: ১১:৪১, ১৮ মে ২০১৯

 এবার বিশ্বকাপেও সফল হতে চান ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির সর্বশেষ তিনটি বড় টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন শিখর ধাওয়ান। ভারতীয় এ ওপেনারের চেয়ে বেশি রান করতে পারেননি আর কোন ব্যাটসম্যান। এবারও তাই ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে তার ব্যাটের দিকেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে। অধিনায়ক বিরাট কোহলিনির্ভর দল হলেও ব্যাটিংয়ে সর্বশেষ এই ফর্মগুলো ধাওয়ানকে অনেক আস্থার অবস্থানে আসীন করিয়ে রেখেছে। আর ৩৩ বছর বয়সী এ মারকুটে বাঁহাতি ওপেনারও তার পূর্ববর্তী আইসিসি আসরগুলোয় ফর্মের ধারাবাহিকতা রাখতে আশাবাদী। আসন্ন বিশ্বকাপেও তিনি সফল হতে চান ব্যাট হাতে। ২০১৩ সালে অভিষেক হওয়ার পর ধাওয়ান আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্ট খেলেছেন তিনটি। সবগুলো টুর্নামেন্ট শেষে ভারতের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই ওপেনার। আর সর্বশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টের ১৮ ইনিংসে ১১১৩ রান করেছেন ধাওয়ান। এর মধ্যে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের মাটিতেই। এবার বিশ্বকাপও সেখানে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এবার নিজের আইপিএল ক্যারিয়ারেরও সেরা ফর্ম দেখিয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ধাওয়ান। বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘লোকে আমাকে আইসিসি ইভেন্টগুলোয় দারুণ রেকর্ড নিয়ে খুব বলাবলি করে। কিন্তু সত্যিকার অর্থে আমি খোলাসা করে বলতে চাই যে, প্রতিবারই আমার চাওয়াটা একই রকম থাকে। কোন সময় প্রবৃত্তিটা ১০০ ভাগ উজাড় করে দেয়ার চেয়ে কম থাকে না। সব সময় পদ্ধতিগত দিকগুলোয় মনোযোগ রাখি। আমি সে কারণে খুবই আত্মবিশ্বাসী যে আরেকটি ভাল আইসিসি টুর্নামেন্ট কাটবে আমার।’ ওয়ানডে অভিষেকের আড়াই বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাওয়ানের শুরু হয় দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিল সেঞ্চুরি। মাত্র ৫ ওয়ানডে খেলে ওই টুর্নামেন্ট শুরু করেন তিনি। আসরে প্রতিযোগিতা শেষে তার সংগ্রহ ছিল ৩৬৩ রান। শুধু ভারতের নয়, টুর্নামেন্টের সর্বাধিক রানের তালিকায় ছিলেন সবার ওপরে। ওইবার চ্যাম্পিয়ন হয় তার দল। ২০১৫ সালের বিশ্বকাপে ধাওয়ান করেন ৪১২ রান। শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র ভারতীয় ছিলেন তিনি। দুই বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুরন্ত ছিলেন তিনি। ভারতকে ফাইনালে তোলার পথে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩৮ রান করেন।
×