ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শচীনের রেকর্ড ভাঙল নেপালী কিশোর

প্রকাশিত: ১০:১৬, ২৮ জানুয়ারি ২০১৯

 শচীনের রেকর্ড ভাঙল নেপালী কিশোর

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ডটা ছিল বেশ পুরনো। প্রায় ২৯ বছর আগে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর ২১৩ দিন বয়সে টেস্টে হাঁফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন টেন্ডুলকর। এত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে করা তার সেই রেকর্ড ভাঙ্গবে নেপালের এক কিশোর, সেটা সম্ভবত স্বপ্নেও ভাবেননি ভারতীয় কিংবদন্তি। কিন্তু শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১৬ বছর ১৪৬ দিন বয়সে হাফ সেঞ্চুরি করে নেপালের রোহিত পাউদেল ভেঙ্গে দিয়েছে ভারতের ব্যাটিং জিনিয়াসের সেই রেকর্ড। দুবাইয়ে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫৮ বলে ৫৫ রান করে নেপালের এই কিশোর ব্যাটসম্যান। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটাই আবার সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটা পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদির। নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে তৎকালীন দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডের দিন আফ্রিদির বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন। এর আগেও আলোচনায় এসেছিলে রোহিত পাউদেল। গত আগস্টে মাত্র ১৫ বছর ৩৩৫ দিন বয়সে আন্তর্জাতিক অভিষেক হয় তার। সর্বোপরি ক্রিকেট ইতিহাসেরই (ক্লাব ও অন্যান্যসহ) চতুর্থ কমবয়সী ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড এটি। রোহিত পাউদেলের বিশ্বরেকর্ডের দিনে ১৪৫ রানের বড় জয় পায় তার দল নেপাল। প্রথমে ব্যাট করে ২৪২ রান করা নেপাল মাত্র ৯৭ রানে অলআউট করে দেয় সংযুক্ত আরব আমিরাতকে।
×