ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিষাক্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া বিসিকের পরিবেশ

প্রকাশিত: ০৭:০২, ৫ জানুয়ারি ২০১৯

 বিষাক্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া বিসিকের পরিবেশ

স্টাফ রিপোর্টার ॥ বর্জ্য শোধনাগার না থাকায় বিষাক্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরীর পরিবেশ। কল-কারখানার বর্জ্য যাচ্ছে নালা-খাল-বিলে। এতে একদিকে যেমন হুমকিতে পরিবেশ, অন্যদিকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। যদিও বরাবরের মতো আশার বাণী শোনাচ্ছে কর্তৃপক্ষ। ’৯০ এর দশকে নগরীর নন্দনপুরে ২২ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী। এখানে রয়েছে এ্যালুমিনিয়াম, সোডিয়াম সিলিকেট, তেল, সাবান, ময়দা মিলসহ বিভিন্ন ধরনের ৭২টি শিল্প প্রতিষ্ঠান। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের নেই বর্জ্য শোধনাগার। যেখানে সেখানে বর্জ্য ফেলায় বিষাক্ত হচ্ছে পরিবেশ। নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা, মারা পড়ছে গাছ-গাছালি ও গবাদি পশু। বিসিক মালিক সমিতির নেতারা বলছেন, শীঘ্রই বর্জ্য শোধনাগার তৈরির চেষ্টা করছেন তারা। আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষও। আর বর্জ্য শোধনাগার তৈরি না করলে গ্যাস, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নকরণসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছে পরিবেশ অধিদফতর। পরিবেশ রক্ষায় বিসিকে দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপনের দাবি স্থানীয়দের।
×