ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজনীতির মাঠেও অপ্রতিরোধ্য, নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত

মাশরাফি মর্তুজার নতুন ইনিংস শুরু

প্রকাশিত: ০৭:২৬, ৩১ ডিসেম্বর ২০১৮

মাশরাফি মর্তুজার নতুন ইনিংস শুরু

মোঃ মামুন রশীদ ॥ বছরটা অনেকগুলো সাফল্য দিয়েই শেষ হয়েছে মাশরাফি বিন মর্তুজার। চলতি বছরের মতো ক্রিকেটাঙ্গনে বিচরণ শেষ হয়ে গেছে গত ২২ ডিসেম্বর। শুধু ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া মাশরাফি এবারই প্রথম রাজনীতির মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে যেমন অপ্রতিরোধ্যভাবে অপরিহার্য এ ক্রিকেটার নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একইভাবে রাজনীতির মাঠেও হাঁকিয়েছেন ছক্কা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর) আসন থেকে ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান মাত্র ৮ হাজার ৬ ভোট লাভ করেন। মাশরাফির এই দারুণ জয়ে ক্রিকেটাঙ্গনেও পড়েছে উৎসবের ছোঁয়া। অর্থাৎ নড়াইল এক্সপ্রেস সাফল্যে মোড়ানো একটি বছরই শেষ করলেন। এ বছর সারাবিশ্বের লিস্ট ‘এ’ ক্রিকেটেও তিনি সর্বাধিক ৬৫ উইকেট নিয়ে শীর্ষে। এ বছর মাশরাফি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে সর্বাধিক ৭০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়েন। প্রথম বাংলাদেশী হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলকও পেরিয়েছেন। ২০০৬ সালে তিনি ওয়ানডে ক্রিকেটে ৪৯ উইকেট শিকার করে ছিলেন বিশ্বের মধ্যে সবার শীর্ষে। ‘নড়াইল এক্সপ্রেস’ হিসেবে খ্যাত মাশরাফি এ বছরও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের সাফল্য আনার ক্ষেত্রে। শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়া মাশরাফি এ বছর পেয়েছেন ওয়ানডেতে ২৬ উইকেট। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটের পরিসংখ্যানে তিনি ছাপিয়ে গেছেন বিশ্বের সবাইকে। এ বছর ৩৬ ম্যাচে ২১.১৬ গড়ে মোট ৬৫ উইকেট শিকার করেছেন মাশরাফি। ইকোনমি মাত্র ৪.৬৯। তারপর দ্বিতীয় স্থানে ইংলিশ লেগস্পিনার আদিল রশিদ। তিনি ৩২ ম্যাচে ২৮.১৫ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২১ ম্যাচে ৫১ উইকেট নিয়ে তিন নম্বরে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। সমগ্র বাংলাদেশেই প্রাণের মানুষ হিসেবে মাশরাফি দারুণ জনপ্রিয়। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবার নৌকা প্রতীকে নড়াইল-২ আসনে নির্বাচনের টিকেট দিয়েছিলেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে ৯৭ হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ইসলামী ঐক্যজোটের প্রার্থী ৯৩ হাজার ৮১ ভোট পেয়ে হেরে গিয়েছিলেন। গতবার এখানে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ৯৫ হাজার ১১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নৌকা প্রতীকে। এবার সেখানে মাশরাফি নির্বাচনে দাঁড়ানোর পরই নড়াইলবাসী ছিলেন উৎফুল্ল। ক্রিকেট মাঠের জনপ্রিয় এ তারকা অবশেষে বিপুল ভোটেই নির্বাচিত হলেন। এটিই তার জনপ্রিয়তার বড় উদাহরণ। ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার মধ্যেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এমন ঘটনা বিরল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন কোন ঘটনার সাক্ষী হলো জনগণ। আর তারা সংসদ সদস্য হিসেবে পেয়ে গেল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে। ক্রিকেটাঙ্গনও নাঈমুর রহমান দুর্জয়ের পর দ্বিতীয় কোন অধিনায়ককে পেয়ে গেল সংসদ সদস্য হিসেবে। তাই পুরো ক্রীড়াঙ্গেনেই উৎসবের ছোঁয়া লেগেছে। দুর্জয় অবশ্য অবসর নেয়ার অনেক পরে নির্বাচন করেছিলেন। সেখানে মাশরাফি খেলা চালিয়ে যাওয়ার সময়েই নির্বাচিত হয়ে নতুন এক রেকর্ড গড়লেন।
×