ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিশন শুরুর অপেক্ষায় মারিয়া-আঁখিরা

প্রকাশিত: ০৭:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

মিশন শুরুর অপেক্ষায় মারিয়া-আঁখিরা

স্পোর্টস রিপোর্টার ॥ দ্ইু বছর আগে এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফলশ্রুতিতে লাল-সবুজের মেয়েরা খেলার সুযোগ পায় মূলপর্বে। দুই বছর পর আবারও বাংলাদেশে শুরু হয়েছে ‘এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। এবারও বাংলাদেশের কিশোরীদের লক্ষ্য অভিন্ন। বাছাইপর্বে সেরা হয়ে ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বে খেলার মিশন মারিয়া, আঁখিদের। বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। শনিবার খেলা শুরু হলেও স্বাগতিকদের মিশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। চ্যাম্পিয়ন হতে প্রথম ম্যাচটাতে ভাল শুরু করতে মুখিয়ে আছেন বাংলার কিশোরীরা। বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটনও জয় দিয়ে শুরুর প্রত্যয় জানিয়েছেন। শনিবার ছোটন বলেন, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এ জন্য প্রথম ম্যাচটাতে ভাল শুরু করা জরুরী। মেয়েরা সবাই ভাল আছে। আশা করছি প্রত্যাশিত শুরু করতে পারব। ২০১৬ আসরে চাইনিজ তাইপে, ইরান, আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুরকে হারিয়ে নিজেদের মাটিতে অপরাজিত শিরোপা জিতে মূলপর্বে খেলেছিল বাংলার মেয়েরা। এবারও বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশ। লক্ষ্যও অভিন্ন। তবে আগেরবারের প্রতিপক্ষ এবার পাল্টেছে। এবার প্রতিপক্ষরা কাগজে-কলমে অনেকটাই সংগঠিত এবং শক্তিশালী। তারপরও চার দলই বাংলাদেশকেই এগিয়ে রাখছে শক্তিমত্তার নিরিখে। স্বাগতিকরা এই সম্মান ধরে রেখে সেরা হতে চায়। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে ভিয়েতনাম। সংযুক্ত আরম আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ভিয়েতনামের হয়ে জোড়া গোল করেন ফান ট্রাম। ম্যাচের ১৫ ও ২৫ মিনিটে গোল দু’টি করেন এই কিশোরী। বাকি দুই গোল করেন ডো থাই (৭৯) ও বুই থাই (৯৩)। দিনের দ্বিতীয় ম্যাচে বাহরাইনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লেবানন। গ্রুপের অন্যতম ফেবারিটরা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাহরাইনের মেয়েদের। বিশাল এই জয়ে লেবানন তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। শুভসূচনা করা লেবানন সোমবার তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে আরব আমিরাতের বিরুদ্ধে। যারা প্রথম ম্যাচ হেরেছে ভিয়েতনামের কাছে। টুর্নামেন্টে আজ কোন খেলা নেই। মোট ছয়টি গ্রুপে এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে। প্রতিগ্রুপে ৫টি করে মোট ৩০ দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। ছয় গ্রুপের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপসহ মোট আটটি দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। এই আট দল থেকে সেরা চার দল খেলবে তৃতীয় এবং চূড়ান্তপর্বে। এই পর্বে যোগ্যতা অর্জন করা চার দলের সঙ্গে সরাসরি খেলবে আরও চার স্বাগতিক দেশÑ থাইল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান।
×