ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা রাস্তার কারণে পর্যটক কমছে কুয়াকাটায়

প্রকাশিত: ০৭:৪২, ২৫ আগস্ট ২০১৮

 ভাঙ্গা রাস্তার কারণে পর্যটক কমছে কুয়াকাটায়

১০-১২ কিলোমিটার ভাঙ্গা রাস্তার কারণে পর্যটক কমছে কুয়াকাটায়। তাছাড়া সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে আমতলী থেকে কলাপাড়া পর্যন্ত সড়কের একটি অংশের অবস্থা খুবই করুণ। সংস্কার কাজ শুরু হলেও আসন্ন ঈদের আগে তা শেষ হওয়ার সম্ভাবনা নেই। বরিশাল থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় যাওয়ার একমাত্র সড়ক এটি। চলতি বর্ষা মৌসুমে সড়কের একটি অংশ এখন মরণফাঁদ। ভাঙ্গা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত এপ্রিলে আমতলী থেকে কলাপাড়া পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক উন্নয়নে প্রায় ৬২ কোটি টাকার কার্যাদেশ দেয় সড়ক বিভাগ। এখন কাজ চলছে কলাপাড়ার বান্দ্রা এবং আমতলী অংশে। পর্যটকদের কথা বিবেচনায় নিয়ে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সড়ক বিভাগের কর্মকর্তা বলছেন, এরই মধ্যে সড়কের উভয়পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির ওপর শুধু সমুদ্র সৈকত কুয়াকাটাই নয় নির্ভরশীল পায়রা বন্দরও। -স্টাফ রিপোর্টার
×