ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০

প্রকাশিত: ০৬:১৩, ১৬ জুলাই ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০

১। জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? (ক) কৃষি (খ) শিল্প (গ) ব্যবসা (ঘ) স্বাস্থ্য। ২। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ- (i) শিক্ষার সকল স্তরে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করা (ii) শিক্ষার গুণগত মান বৃদ্ধি (iii) দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ জমিলার বয়স ৭০ বছর। বয়সের ভারে নুইয়ে পড়া এ বৃদ্ধা প্রতিমাসে ইউনিয়ন পরিষদ থেকে ৫০০টাকা পান। পরিমান কম হলেও এই টাকা পাওয়ায় এখন তাকে অন্যের কাছে হাত পাততে হয় না। ৩। উদ্দীপকে সরকারের কোন কর্মসূচির কথা বলা হয়েছে ? (ক) বয়স্ক ও দুঃস্থ নারীদের ভাতা (খ) আশ্রয়ন প্রকল্প (গ) কাবিখা কর্মসূচি (ঘ) মুক্তিযোদ্ধা ভাতা। ৪। এধরনের কর্মসূচির ফলাফল হিসেবে বাংলাদেশ- (i) গউএ অর্জনের স্বীকৃতি (ii) নিন্ম আয়ের দেশে পরিণত হয়েছে (iii) নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i , ii ও iii। ৫। GDP এর পূর্ণ রূপ কোনটি? (ক) Gross Domestic Produc (খ) Gross Domestic Production (গ) Gross Domestic Project (ঘ) Great Domestic Product ৬। মানব উন্নয়ন সূচক ২০১৪ রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান কততম? (ক) ১৪১তম (খ) ১৪২তম (গ) ১৪৩তম (ঘ) ১৪৪তম। ৭। সরকার কর্তৃক বেকার যুবকদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দানের কারণ- (ক) আত্মকর্মসংস্থান সৃষ্টি (খ) প্রশিক্ষক সৃষ্টি (গ) পেশাজীবী সৃষ্টি (ঘ) দক্ষ বেকার সৃষ্টি। ৮। মানব সম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে ? (ক) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা (খ) নারী শিক্ষার প্রসার (গ) যুব উন্নয়ন (ঘ) কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ৯। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের পরিমান কত ? (ক) ১৩,৭০,৭০৭ কোটি টাকা (খ) ১৪,২৩,৭০০ কোটি টাকা (গ) ১৫,১৩,৬০০ কেটি টাকা (ঘ) ১৯,১৪,৭৮৪ কোটি টাকা। ১০। মানবসম্পদ উন্নয়নের লক্ষে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা হলে - (i) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা হ্রাস (ii) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা (iii) নারী ও অন্যান্য পশ্চাদপদ জনগোষ্ঠীর শিক্ষার ব্যবস্থা করা। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii। ১১। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে কোন উৎস থেকে? (ক) কৃষি (খ) শিল্প (গ) রেমিটেন্স (ঘ) স্বাস্থ্যসেবা। ১২। বিদেশে প্রবাসীরা যে ধরনের কাজ করে থাকেন- (i) চাকরি (ii) ব্যবসা-বাণিজ্য (iii) শিল্প কারখানা প্রতিষ্ঠা। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii উত্তর ঃ ১(খ), ২(ঘ), ৩(ক), ৪(গ), ৫(ক), ৬(খ), ৭(ক), ৮(ক), ৯(গ), ১০(গ), ১১(গ), ১২(ঘ)।
×