ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোলাম কিবরিয়া পিনু

পতনমুখী

প্রকাশিত: ০৭:৪৮, ৯ মার্চ ২০১৮

পতনমুখী

জনমদুঃখীদের জন্মাধিকার বলে কিছু নেই নেই ওদের গ্রহ ও নক্ষত্র! ওদের রয়েছে সরুগলি মজাপুকুরের সান্নিধ্য! জন্মপত্র নিয়েও কোনো লাভ নেই একই উঠান- অসুস্থ হলে হাসপাতালে ঠাঁই নেই! জন্মকাল থেকে রোগী তাদের শুশ্রুষা জন্ডিস-আক্রান্ত! জন্মলগ্নে নক্ষত্রের পতন হয়েছিল সেই থেকে পতনমুখী- .ছেঁড়া স্বপ্ন কনক চৌধুরী রাতের আকাশে একাদশীর চাঁদ গাছের ডালাপালা গলিয়ে জোছনা এসে পড়েছে বাড়ির আঙ্গিনায় ছিঁড়ে গেছে জোছনা এ মেরামত করতে গিয়ে ছেঁড়ায় ছেঁড়ায় কেটে এনে বসাই জোছনা যেন পাজলিং খেলা। এ আমি শিখেছি আমার ছেঁড়া স্বপ্ন শেলাই থেকে। . শঙ্খ বৃষ্টি আহমদ জামাল জাফরী অন্ধকারে জমিয়ে রাখা অলৌকিক মোহর আসন্ন রাত্তিরে সন্ধ্যাবাতির মতো প্রোজ্জ্বল চাঁদ ভালোবাসার অভিমুখে ধুলোর নগরী সাবেকি বাতাসে উড়ে উদ্ধৃত মহাকালের করাল ত্রাসে নক্ষত্র পুড়ে পুড়ে ছাই নীরব বাতাসের মতো পৃথিবীর ঘূর্ণন জেগে থাকে নির্নিমেষ নদীর জলে সূর্যের ডুবসাঁতার বুনে যায় রঙের জল-তারাবাতি বরফের-চুল্লিতে গলে যায় মেঘমন্ত আকাশ শৈশবের স্মৃতিমুখ মেঘস্রোতে ভেসে আসে শঙ্খ বৃষ্টি হয়ে ফিরে যাও গুমোট আঁধির পাপ ও দুঃখের স্মৃতি বুকের ভেতর গোপন ব্যাধির পাথর সরে যাও।
×